বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: শাদী মোবারকবাদী শাদী মোবারক 
	
		
			নাটিকা: 'পুতুলের বিয়ে', তাল: কাহার্বা
			
শাদী মোবারকবাদী শাদী মোবারক।
দেয় মোবারক-বাদ আলম্ রসুলে-পাক আল্লা হক॥
       
	আজ এ খুশির মাহ্ফিলে
       
	দুল্হা ও দুল্হিনে মিলে
মিলন হল প্রাণে প্রাণে মাশুক আর আশক॥
       
	আউলিয়া আম্বিয়া সবে
       
	এসো এ মিলন-উৎসবে,
দোয়া কর আজ এ খুশির গুলিস্তান গুলজার হোক॥
		
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ বঙ্গাব্দের
	ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৩৯) 
	মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই 
		সময় নজরুলের বয়স ছিল  ৩৩
		বৎসর 
		৮ মাস।
 
- গ্রন্থ:
	
		- 
		পুতুলের বিয়ে
			- প্রথম সংস্করণ [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। পুতুলের বিয়ে।  বেগমের গান।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম 
				খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা [জ্যৈষ্ঠ 
				১৪১৮, মে ২০১১।  পুতুলের বিয়ে।  বেগমের গান। পৃষ্ঠা ৩৬১]
 
 
 
- রেকর্ড: 
	এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন 
	১৩৩৯)। জিটি ২৯। শিল্পী: আশ্চর্যময়ী। ]
		
		- স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী 
[নজরুল-সঙ্গীত 
			স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন 
১৪০৪/অক্টোবর ১৯৯৩। ২১
		সংখ্যক গান] 
 [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়: 
- বিষয়াঙ্গ: নাট্যগীতি [বিবাহের গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: 
কাহারবা 
				
- গ্রহস্বর: মা