পুতুলের বিয়ে

কাজী নজরুল ইসলামের রচিত নাট্য-সংকলন। এতে এই নাটিকাটি-সহ মোট ৯টি কবিতা ও নাটিকা সংকলিত হয়েছে।  এই সংকলনের প্রথম নাটিকাটির নাম 'পুতুলের বিয়ে'। এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৯৩৪ খ্রিষ্টাব্দের মার্চ ( ফাল্গুন-চৈত্র ১৩৪০)। গ্রন্থটির প্রকাশক ছিলেন গোপালদাস মজুমদার, ডিএম লাইব্রেরি, ৬১ কর্নওয়ালিশ স্ট্রিট, কলকাতা। মূদ্রক অমূল্যচরণ ভট্টাচার্য, ভট্টাচার্য প্রেস, ১ বৃন্দাবন পাল সেন, কলকাতা। পৃষ্ঠা ৫+৪০। দাম পাঁচ টাকা। নজরুল এই গ্রন্থটি উৎসর্গ করেছিলেন, তাঁর দুই পুত্র সানি ও নিনিকে। এই গ্রন্থের দ্বিতীয় অংশে স্থান পেয়েছিল শিশুতোষ কবিতা। এই কবিতাগুলো হলো- কালো জাম রে ভাই, জুজুবুড়ির ভয়, কে কি হবি বল, ছিনিমিনি খেলা, কানামাছি, নবার নামতা পাঠ, সাত ভাই চম্পা, শিশু যাদুকর।
 
  1. পুতুলের বিয়ে [নাটিকা]
    ব্যবহৃত গানের তালিকা:
    1. খেলি আয় পুতুল খেলা  [তথ্য]
    2. মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু- মুসলমান [তথ্য]
    3. হেড মাস্টারের ছড়ি, সেকেন্ড মাস্টারের দাড়ি  [তথ্য]
    4. মিলন-গোধূলি রাঙা হয়ে এলো ঐ [তথ্য]
    5. লাল টুক্‌টুক্‌ মুখে হাস [তথ্য]
    6. শাদী মোবারকবাদী শাদী মোবারক [তথ্য]
    7. সাবিত্রী সমান হও  [তথ্য]
  2. কালো জাম রে ভাই [তথ্য]
  3. জুজুবুড়ির ভয় [নাটিকা]
    ১. ঘুম আয় ঘুম নিশুতি দুপুর নিশীথ নিঝুম [তথ্য]
    ২. কে কি হবি বল [সংলাপধর্মী কবিতা ও গান] [তথ্য]
  4. ছিনিমিনি খেলা [নাটিকা]
    ১. ও ভাই কোলা-ব্যাঙ  [তথ্য]
  5. কানামাছি [নাটিকা]
    ১. ঝাঁকড়া-চুলো তালগাছ তুই [তথ্য]
  6. নবার নামতা পাঠ [নাটিকা]
    ১. আমি যদি বাবা হতুম [তথ্য]
  7. সাত ভাই চম্পা [কবিতা]
  8. শিশু জাদুকর [কবিতা]
উল্লেখ্য, এই নাটকটি ১৯৩৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে (মাঘ-ফাল্গুন ১৩৩৯) এইচএমভি রেকর্ড করেছিল। রেকর্ডের সংখ্যা ছিল ৬টি। রেকর্ড নম্বর ছিল জিটি ২৪ থেকে ২৯। নাটকটির শিল্পীরা ছিল শিশুমঙ্গল সমিতি'র। এই রেকর্ডগুলো হলো-
  1. প্রথম রেকর্ড। জিটি ২৪।
    ১. খেলি আয় পুতুল খেলা   [তথ্য]
  2. দ্বিতীয় রেকর্ড। জিটি ২৫।
  3. তৃতীয় রেকর্ড। জিটি ২৬।
    ১. মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু- মুসলমান [তথ্য]
  4. চতুর্থ রেকর্ড। জিটি ২৭।
    ১. হেড মাস্টারের ছড়ি, সেকেন্ড মাস্টারের দাড়ি  [তথ্য]
  5. পঞ্চম রেকর্ড। জিটি ২৮।
    ১. মিলন-গোধূলি রাঙা হয়ে এলো ঐ [তথ্য]
  6. ষষ্ঠ রেকর্ড। জিটি ২৯।
    ১. লাল টুক্‌টুক্‌ মুখে হাস [তথ্য]
    ২. শাদী মোবারকবাদী শাদী মোবারক [তথ্য]
    ৩. সাবিত্রী সমান হও  [তথ্য]

১৯৩২ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৩৯) মাসে ইচএমভি রেকর্ড প্রকাশ করেছিল। শিল্পীরা ছিলেন শিশুমঙ্গল সমিতির সদস্যরা। রেকর্ড নম্বর জিটি ২২।

১. ও ভাই কোলা-ব্যাঙ  [তথ্য]