বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঘুম আয় ঘুম 
	
		
		নাটিকা: 'জুজুবুড়ির ভয়'
ঘুম আয় ঘুম।
নিশুতি 
	দুপুর নিশীথ নিঝুম॥
টুলটুল ঝিঙে ফুল ঘুমে ঝিমায়
ঝুমকো লতায় ঝিঁঝি আলসে ঘুমায়,
খোকনের চোখে দেয় ঘুমপরী চুম্॥
	
	
		
		- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের
		
২৩ সেপ্টেম্বর (শুক্রবার ৭ আশ্বিন ১৩৩৯), নজরুলের সাথে এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি 
হয়। এই চুক্তিতে এই 
		গানটির উল্লেখ ছিল। 
				এই 
		সময় নজরুলের বয়স ছিল  ৩৩
		বৎসর ৪
		 
			মাস।
 
- রেকর্ড: 
	
		
		- নজরুলের সাথে
		এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি। 
২৩ সেপ্টেম্বর ১৯৩২ 
		(শুক্রবার ৭ আশ্বিন ১৩৩৯)।
- এইচএমভি [নভেম্বর ১৯৩২ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)। শিল্পী: 
				শিশু মঙ্গল সমিতি। জিটি ২১]
 
- গ্রন্থ: 
	- 
	পুতুলের বিয়ে
		- প্রথম সংস্করণ [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। পুতুলের বিয়ে। 
				জুজুবুড়ির ভয়।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ 
				১৪১৮, মে ২০১১। পুতুলের বিয়ে।  জুজুবুড়ির 
				ভয়।
		পৃষ্ঠা ৩৬৩]
 
- নজরুল-সঙ্গীত 
	সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১২৭৭। নাটিকা: 
				জুজুবুড়ির ভয়। পৃষ্ঠা: ৩৮৮]
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: 
	
		
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: শিশুতোষ। নাট্যগীতি [জুজুভুড়ির ভয়]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল: 
		
		কাহারবা
- গ্রহস্বর: গ