বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সাত ভাই চম্পা কে কি হবি বল
তাল: ফের্তা
বোন : সাত
ভাই চম্পা কে কি হবি বল। তোরা কে কি হবি বল
কেলো, ভুলো, হেবো, পচা, ভুতো, ন্যাড়া, ডল্।
প্রথম ভাই : আমি হব কাব্লিওয়ালা এক কুলো চাপ
দাড়ি।
‘তেরে মুসে আগা, মোর মা গায়া, লেয়াও রূপী তাড়াতাড়ি’।
দ্বিতীয় ভাই : আমি হব পণ্ডিত মশাই, কাঁপবে ছেলের দল
দেখে কাঁপবে ছেলের দল॥
তৃতীয় ভাই : আমি হব ফেরিওয়ালা চাই চানাচুর ঘুগ্নিদানা!
পাড়ায় পাড়ায় ফিরব ঘুরে পারবে না কেউ করতে মান!
রাত্রে হাঁক্ব ‘কুলফী বরফ’ হায় কি মজার কল॥
চতুর্থ ভাই : আমি হব জজ সাহেব, দিব ফাঁসি ছ’ মাস
ক’রে
পঞ্চম ভাই : দারোগা আমি, তোর জজকে চালান দিব থানায় ধ’রে।
ষষ্ঠ ভাই : আমায় দেখে দারোগা গুড়ুম
আমি হব কনিষ্ঠ-বল॥
সপ্তম ভাই : আমি হব বাবার বাবা মা সে আমার ভয়ে
ঘোম্টা দিয়ে লুকোবে কোণে চূনি-বিল্লি হয়ে!
বল্ব বাবায়, ওরে খোকা শিগ্গির পাঠশাল্ চল্॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৩ খ্রিষ্টাব্দের জানুয়ারি
(পৌষ-মাঘ ১৩৩৯) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর
৭
মাস।
- গ্রন্থ:
-
পুতুলের বিয়ে
- প্রথম সংস্করণ [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)।
কে কি হবি বল।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ
১৪১৮, মে ২০১১। পুতুলের বিয়ে। কে
কি হবি বল। পৃষ্ঠা ৩৬৪]
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৯৭৫।
তাল ফেরতা পৃষ্ঠা:
২৯৯]
- রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৩ (পৌষ-মাঘ ১৩৩৯)। জিটি ২৩ শিল্পী: শিশুমঙ্গল সমিতি]