বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ঝাঁকড়া-চুলো তালগাছ তুই দাঁড়িয়ে কেন ভাই।
ঝাঁকড়া-চুলো তালগাছ তুই দাঁড়িয়ে কেন ভাই।
আমার মত পড়া কি তোর মুখস্থ হয় নাই॥
আমার মত একপায়ে ভাই
দাঁড়িয়ে আছিস্ কান ধ’রে ঠায়,
একটুখানি ঘুমোয় না তোর পণ্ডিত মশাই॥
মাথায় তুলে পাত্তাড়ি তোর
কি ছাই বকিস্ বকর বকর,
আম্তা আম্তা করে নাম্তা পড়িস্ কি সদাই॥
তালগাছ তোর পাতা কোলে
বাবুই পাখির বাসা ঝোলে,
কোচড়-ভরা মুড়ি যেন, দেনা দুটি খাই॥
পাখিরা তোর মাথায় এসে
উড়ে এসে জুড়ে বসে,
ঠুক্রে ওরা দেয় কি মাতায় পাতা নাড়িস্ তাই॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩২ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে
(অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর
৫-৬
মাস।
- গ্রন্থ:
- প্রথম সংস্করণ [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। পুতুলের বিয়ে।
কানামাছি। গান।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা। [জ্যৈষ্ঠ
১৪১৮, মে ২০১১। পুতুলের বিয়ে। কানামাছি। গান।।
পৃষ্ঠা ৩৬৭-৩৬৮]
নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২।
গান সংখ্যা
২৫৪৮। পৃষ্ঠা:
৭৮৩-৭৮৪]
রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩২ (অগ্রহায়ণ-পৌষ ১৩৩৯)। শিল্পী: বাণী
মুখোপাধ্যায়, শিশুমঙ্গল
সমিতি। নম্বর জিটি ২২]