বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ঝাঁকড়া-চুলো তালগাছ তুই দাঁড়িয়ে কেন ভাই।
       
ঝাঁকড়া-চুলো তালগাছ তুই দাঁড়িয়ে কেন ভাই।
আমার মত পড়া কি তোর মুখস্থ হয় নাই॥
আমার মত একপায়ে ভাই
দাঁড়িয়ে আছিস্ কান ধ’রে ঠায়,
একটুখানি ঘুমোয় না তোর পণ্ডিত মশাই॥
  মাথায় তুলে পাত্তাড়ি তোর
কি ছাই বকিস্ বকর বকর,
আম্তা আম্তা করে নাম্তা পড়িস্ কি সদাই॥
তালগাছ তোর পাতা কোলে
বাবুই পাখির বাসা ঝোলে,
কোচড়-ভরা মুড়ি যেন, দেনা দুটি খাই॥
পাখিরা তোর মাথায় এসে
উড়ে এসে জুড়ে বসে,
ঠুক্রে ওরা দেয় কি মাতায় পাতা নাড়িস্ তাই॥