বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: মিলন-গোধূলি রাঙা হয়ে এলো ঐ সোনার গগনময় 
	
		
			
নাটিকা: ‘পুতুলের বিয়ে’ তাল: দাদ্রা
			
মিলন-গোধূলি রাঙা হয়ে এলো ঐ সোনার গগনময়।
দাও আশিস অভয়, হে দেব জ্যোতির্ময়॥
       
	মিলিল আবার দুইটি প্রাণ
       
	কত যুগ পরে, হে ভগবান
সার্থক কর, হে মনোহর, এ মিলন অক্ষয়
যেন চির-সুখী হয়, হে দেব জ্যোতির্ময়॥
		
	
	- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ বঙ্গাব্দের
	ফেব্রুয়ারি মাসে (মাঘ-ফাল্গুন ১৩৩৯) 
	এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই 
		সময় নজরুলের বয়স ছিল  ৩৩
		বৎসর 
		৮ মাস।
 
- গ্রন্থ:
	
		- 
		পুতুলের বিয়ে
			- প্রথম সংস্করণ [মার্চ ১৯৩৪ (ফাল্গুন-চৈত্র ১৩৪০)। পুতুলের বিয়ে। 
				কমলির গান।
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, পঞ্চম
				খণ্ড [জ্যৈষ্ঠ 
				১৪১৮, মে ২০১১। পুতুলের বিয়ে। কমলির গান।
		পৃষ্ঠা ৩৫৮-৩৫৯]
 
- নজরুল-সঙ্গীত 
	সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৯০৫।  নাটিকা: 'পুতুলের বিয়ে', 
		নাটিকা: ‘পুতুলের বিয়ে’ তাল: দাদ্রা। 	পৃষ্ঠা: 
		২৭৮]
 
- রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)। জিটি 
	২৮। শিল্পী: মিস্ বীণাপাণি]
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:  সেলিনা হোসেন
	[নজরুল সঙ্গীত স্বরলিপি, তেতাল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা 
	১৮। পৃষ্ঠা: ৮০-৮১  [নমুনা]
 
- পর্যায়:
		- বিষয়াঙ্গ: ভক্তি [প্রার্থনা, নাট্যগীতি]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান