বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:ও ভাই কোলা-ব্যাঙ, ও ভাই কোলাব্যাঙ।
       
ও ভাই কোলা-ব্যাঙ, ও ভাই কোলাব্যাঙ।
সর্দি তোমার হয় না বুঝি, ও ভাই কোলাব্যাঙ,
সারাটি দিন জল ঘেঁটে যাও, ছড়িয়ে দুটি ঠ্যাঙ॥
            লক্ষ্মী মেয়ে মা তোর বুঝি
            খেল্লে বেড়ায় নাকো খুঁজি’,
কেউ বকে না, মজাসে তাই গাইছো ঘেঙর ঘ্যাঙ॥
            দিবানিশি জল ঘাঁটো তাও
            চোখ ওঠে না, কি ওষুধ খাও॥
জলদানোটা আসলে, ফেলে দাও কি মেরে ল্যাঙ॥
            ব্যাঙ দাদা! তোর মায়ের মত
            মা যদি মোর লক্ষ্মী হ’ত,
তোর সাথে ভাই থাকতাম জলে ছ্যাড্যাং ড্যাড্যাং ড্যাং॥