বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমি যদি বাবা হতুম বাবা হ’ত খোকা
 
    নবার নামতা পাঠ, তাল: দাদরা

আমি যদি বাবা হতুম বাবা হ’ত খোকা
না হলে তার নাম্‌তা পড়া মারতাম মাথায় টৌকা॥
         রোজ যদি হ’ত রবিবার!
         কি মজাটাই হ’ত গো আমার!
কেবল ছুটি‍! থাকত নাক’ নামতা লেখাজোঁখা
থাকত না কো যুক্ত অক্ষর, অঙ্কে ধর্‌ত পোকা॥