বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সবুজ শোভার ঢেউ খেলে যায়
সবুজ শোভার ঢেউ খেলে যায়
                            নবীন আমন ধানের ক্ষেতে'॥
হেমন্তের ঐ শিশির-নাওয়া হিমেল হাওয়া
                            সেই নাচনে উঠলো মেতে ॥
            টইটুম্বুর ঝিলের জলে
            কাঁচা রোদের মানিক ঝলে
চন্দ্র ঘুমায় গগন-তলে সাদা মেঘের আঁচল পেতে'॥
নটকানো-রঙ শাড়ি প'রে কে বালিকা
ভোর না হতে যায় কুড়াতে শেফালিকা।
            আন্‌মনা মন উড়ে বেড়ায়
            অলস প্রজাপতির পাখায়
মৌমাছিদের সাথে সে চায় কমল-বনের তীর্থে যেতে'॥