বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মদির আঁখির সুধায় সাকি
তাল: কাহার্বা
মদির আঁখির সুধায় সাকি ডুবাও আমার এ তনু মন
আজিকে তোমায় ও আমায় বেদনার বাসর জাগরণ।
মদালস ও আঁখি তব, সাকি, দিল দোলা প্রাণে॥
বাদল-ছাওয়া এ গুল্-বাগিচায় বুলবুল কাঁদে গজল গানে
॥
গোলাবী গুলের নেশা ছিল মোর ফুলেল্ ফাগুনে।
শুকায়ে গিয়াছে ফুলবন, নাই গোলাব গুলিস্তানে॥
শুনি, সাকি তোমার কাছে ব্যথা-ভোলার দারু আছে—
হিয়া কোন্ অমিয়া যাচে জান তুমি, খোদা জানে॥
দুখের পশরা লয়ে বিফল কাঁদিয়া বৃথা (সাকি)।
সকলি গিয়াছে যখন যাক ঈমান শারাব পানে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের
আষাঢ় (জুলাই ১৯৩২) মাসে প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২] সুর-সাকী
২৫
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা একাডেমী,
ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। ২৫।
পিলু-মিশ্র। পৃষ্ঠা: ২৩৬-২৩৭]
- রেকর্ড:
হিন্দুস্থান [সেপ্টেম্বর ১৯৩২ (ভাদ্র-আশ্বিন ১৩৩৯)]। এইচ. ৭।
শিল্পী: উমাপদ ভট্টাচার্য।
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড
পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ১৭-২০]
[নমুনা]
- রশিদুন্ নবী
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, ষোড়শ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন
১৪০৪/অক্টোবর ১৯৯৩। ১৪ সংখ্যক
গান। রেকর্ডে উমাপদ
ভট্টাচার-এর গাওয়া গানের সুরানুসারে
স্বরলিপি করা হয়েছে] [নমুনা]
- পর্যায়: