বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মোর বুক-ভরা ছিল আশা প্রাণ ভরা ভালোবাসা
মোর বুক-ভরা ছিল আশা প্রাণ ভরা ভালোবাসা।
হায় আসিল সে যবে কাছে মুখে সরিল না ভাষা॥
আমি পেয়েছিলাম তায় একা
ছিল চোখে তাহার প্রেম-লেখা,
তবু বলিতে পারিনি তারে কাঁদে প্রাণে কি দুরাশা॥
এসে ভরা নদীর তীরে
পান না করিয়া বারি,
আমি আলিলাম ফিরে –
ছিল তৃষ্ণা-কাতর এ প্রাণে মরুভূমির পিপাসা॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) গানটি
গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
-
গানের মালা
- প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
৯০। দেশ-খাম্বাজ-যৎ
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন
২০১২। গানের মালা। ৯০। দেশ-খাম্বাজ-যৎ। পৃষ্ঠা ২৪৭]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৬৯১। পৃষ্ঠা:
৫০৪]
- রেকর্ড:
- টুইন [অক্টোবর ১৯৩৪ (আশ্বিন-কার্তিক ১৩৪১)। এফটি ৩৪৩৬। শিল্পী: মিস সত্যবতী।
রাগ পাহাড়ী মান্দ্]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[নজরুল সঙ্গীত স্বরলিপি, তেতাল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ১৯।
পৃষ্ঠা: ৮২-৮৪ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ: পাহাড়ি মান্দ
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: র্স