বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: খর রৌদ্রের হোমানল জ্বালি' তপ্ত গগনে জাগি
রাগ: কামোদ-শ্রী, তাল: দাদরা
খর রৌদ্রের হোমানল জ্বালি' তপ্ত গগনে জাগি।
রুদ্র তাপস সন্ন্যাসী বৈরাগী॥
সহসা কখন বৈকালি ঝড়ে
পিঙ্গল মম জটা খু'লে পড়ে,
যোগী শঙ্কর প্রলয়ঙ্কর জাগে চিত্তে
ধেয়ান ভাঙি'১॥
শুষ্ক কণ্ঠে শ্রান্ত ফটিক
জল
ক্লান্ত কপোত কাঁদায় কানন-তল,
চরণে লুটায় তৃষিতা ধরণী আমার শরণ মাগি'॥
১. মম চিত্তে মাতে
নৃত্যে যোগী শঙ্কর ধ্যান ভাঙি।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর
১৯৩৪ খ্রিষ্টাব্দ) গানটি
গানের মালা
প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
-
গ্রন্থ:
-
গানের মালা
- প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৫৩। গ্রীষ্ম (কামোদ-শ্রী-দাদরা।
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
৫৩। কামোদ-শ্রী-দাদরা। পৃষ্ঠা ২২৪।]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। ১২৪৫
সংখ্যক গান। রাগ: কামোদ-শ্রী,
তাল: দাদরা। পৃষ্ঠা: ৩৭৮।