বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কুমকুম আবির ফাগের ল'য়ে কালিকা
কুমকুম আবির ফাগের ল'য়ে কালিকা।
খেলিছে 'রসিয়া' হোরি ব্রজ-বালিকা॥
হোরির অনুরাগে
যমুনায় দোলা লাগে,
মাধব সনে ঐ খেলে মাধবিকা॥
রঙের গাগরিতে
রঙিলা ঘাগরিতে,
রঙের মাতন লাগায় নাগর-নাগরিকা॥
জেগেছে রঙের নেশা
মাধবী মধু-মেশা,
মনের বনে দোলে রাঙা ফুল-মালিকা॥
-
ভাবসন্ধান: বসন্তকালীন হোরি উৎসবের প্রেক্ষাপটে ব্রজের রসলীলা ও হোলি-র রঙিন আনন্দময় রূপকে প্রেম ও
ভক্তির অভিব্যক্তি এই গানে উপস্থাপিত হয়েছে।
এই গানে কালিকা শব্দটি 'সুন্দরী, প্রেমিক নারী বা তরুণী' রূপকার্থে ব্যবহার করা হয়ছে রাধা বা ব্রজবালিকা হিসেবে। এরা কুমকুম আর আবির
নিয়ে কালিকা হোলি খেলছেন প্রেমের রসিক ‘রসিয়া কৃষ্ণ'-এর সাথে। বসন্তের রাসলীলার রঙিন
এই খেলায় কুমকুম, আবির, ফাগ নিয়ে ব্রজবালিকারা হোরি উৎসবে মেতে উঠেছেন। এই
উৎসবের প্রেমময় অনুরাগের আবহে যমুনার জলও যেন দুলছে। এরই সাথে মাধবের (কৃষ্ণ) সাথে
মাধবিকা (রাধিকা) হোলি খেলছে।
রঙের গাগরি (ঘড়া), ঘাগরিতে (গোপনীদের পোশাক) রঙের ছটা খেলা করছে। ব্রজ
যুবক-যুবতীরা হোলির রঙে মাতোয়ারা হয়ে নৃত্যোৎসবে মেতে উঠেছেন। রঙের নেশায় মাধবী (প্রেমিকা)-র
মন যেন মধু মেশানো আনন্দে মন ভরে উঠেছে। সেই সাথে দুলছে তাঁদের চিত্তবাগিচায় প্রেমের রাঙা ফুলের
মালা।
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৪ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানের একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
- গানের মালা।
প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৮৩। কালাংড়া-খেমটা
হোরি]
-
নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
৮৩।
কালাংড়া-খেমটা। পৃষ্ঠা
২৪২- ২৪৩]
-
নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৩৮০ সংখ্যক গান।
- রেকর্ড: টুইন। মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)। এফটি ৩১৬০। শিল্পী মাস্টার কমল]
- বেতার: আবীর কুমকুম
(গীতি-আলেখ্য)। দোল-পূর্ণিমা উপলক্ষে প্রচারিত গীতি-আলেখ্য। কলকাতা খ।
তৃতীয় অধিবেশন। ১৩ মার্চ ১৯৪১ খ্রিষ্টাব্দ (ফাল্গুন-চৈত্র ১৩৪৭)। রাত
৮.০০-৮.৩৯০।
- সূত্র:
- বেতার জগৎ। ১২শ বর্ষ ৫ম সংখ্যা। ১৭ মার্চ ১৯৪১। পৃষ্ঠা: ২৭৪
- Indian-listener 1941-Vol-VI-5. page 75
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ। [নজরুল
সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন
১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৩০-৩৩। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম, বৈষ্ণব। হোরি উৎসব
- সুরাঙ্গ: ভজনাঙ্গ
- রাগ:
কালাংড়া
- তাল:
খেমটা [৬ মাত্রা, লোক-আঙ্গিক]
- গ্রহস্বর:
সা