বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কুমকুম আবির ফাগের ল'য়ে কালিকা
কুমকুম আবির ফাগের ল'য়ে কালিকা।
খেলিছে 'রসিয়া' হোরি ব্রজ-বালিকা॥
হোরির অনুরাগে
যমুনায় দোলা লাগে,
মাধব সনে ঐ খেলে মাধবিকা॥
রঙের গাগরিতে
রঙিলা ঘাগরিতে,
রঙের মাতন লাগায় নাগর-নাগরিকা॥
জেগেছে রঙের নেশা
মাধবী মধু-মেশা,
মনের বনে দোলে রাঙা ফুল-মালিকা॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৪ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানের একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
- গানের মালা।
প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৮৩। কালাংড়া-খেমটা
হোরি]
-
নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
৮৩।
কালাংড়া-খেমটা। পৃষ্ঠা
২৪২- ২৪৩]
- রেকর্ড: টুইন। মে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪১)। এফটি ৩১৬০। শিল্পী মাস্টার কমল]
- বেতার: আবীর কুমকুম
(গীতি-আলেখ্য)। দোল-পূর্ণিমা উপলক্ষে প্রচারিত গীতি-আলেখ্য। কলকাতা খ।
তৃতীয় অধিবেশন। ১৩ মার্চ ১৯৪১ খ্রিষ্টাব্দ (ফাল্গুন-চৈত্র ১৩৪৭)। রাত
৮.০০-৮.৩৯০।
- সূত্র:
- বেতার জগৎ। ১২শ বর্ষ ৫ম সংখ্যা। ১৭ মার্চ ১৯৪১। পৃষ্ঠা: ২৭৪
- Indian-listener 1941-Vol-VI-5. page 75
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ। [নজরুল
সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট । ফাল্গুন
১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৩০-৩৩। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: হোরি
- রাগ:
কালাংড়া
- তাল:
খেমটা [৬ মাত্রা, লোক-আঙ্গিক]
- গ্রহস্বর:
সা