কালাংড়া
ভিন্ন নাম : কলিঙ্গড়া, কলিঙ্গ, কালিংড়া, কালেংড়া

উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত ভৈরব ঠাটের অন্তর্গত সম্পূর্ণ জাতির রাগ বিশেষ। ঋষভ ও ধৈবত দুর্বল হওয়ার কারণে, ভৈরব থেকে এই রাগেটি স্বতন্ত্র রূপ লাভ করে। এর প্রকৃতি চঞ্চল। এই কারণে রাগের গতি একটু দ্রুত হওয়া উচিৎ। লক্ষ্ণৌ অঞ্চলে এই রাগের অবরোহে কড়ি মধ্যম ব্যবহার করা হয়।
আরোহণ : স ঋ গ ম, প দ ন র্স
অবরোহণ: র্স ন ধ প ম গ ঋ স
ঠাট: ভৈরব
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর: গ (মতান্তরে মধ্যম)
সমবাদী স্বর: ন
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: রাত্রি তৃতীয় প্রহর।।
পকড় : ন্ ন্ সঋগ, ঋ গ, মগ, মমগ, গমপদমপ, দপমগ, ঋগমপ, ঋস।

সূত্র: