বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
বনে মোর ফুল-ঝরার বেলা
রাগ: হাম্বীর মিশ্র, তাল:
কাহারবা
বনে মোর ফুল-ঝরার বেলা, জাগিল একি চঞ্চলতা। (অবেলায়)
এলো ঐ শুকনো ডালে ডালে কোন অতিথির ফুল-বারতা। (এলো ঐ)
বিদায়-নেওয়া কুহু সহসা এলো ফিরে,
জোয়ার ওঠে দুলে, মরা নদীর তীরে,
শীতের বনে বহে দখিনা হাওয়া ধীরে
জাগায়ে বিধুর মধুর ব্যথা॥ (পরানে)
রুদ্ধ বাতায়ন খুলে দে, চেয়ে দেখি
হেনার মঞ্জরি আবার ফুটেছে কী?
হারানো মানসী ফিরেছে লয়ে কি
গত বসন্তের বিহ্বলতা॥ (পরানে)
-
রচনাকাল ও স্থান:গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন
(সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে, গানটি
গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
-
গানের মালা। প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)।
৯১। হাম্বীর মিশ্র-কাহারবা।
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন
২০১২। গানের মালা।
৯১। হাম্বীর মিশ্র-কাহারবা। পৃষ্ঠা ২৪৭-২৪৮]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২১৮৭। পৃষ্ঠা:
৬৫৮]
-
নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭।
গান সংখ্যা ৪১। for Nitaighotok (Twin)
/গজল। পৃষ্ঠা: ৬৭।]
- রেকর্ড:টুইন [জুলাই ১৯৩৫ (আষাঢ়-শ্রাবণ ১৩৪২)। এফটি ৪০১৫। শিল্পী: নিতাই ঘটক।]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল সঙ্গীত স্বরলিপি,
একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ১২। পৃষ্ঠা: ৫৬-৫৯
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: কৌতুক সঙ্গীত
- সুরাঙ্গ: গজল