বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবে প্রণাম
রাগ: ইমন মিশ্র, তাল: কাহার্বা
যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় তুমি করিবে প্রণাম,
তব দেবতার নাম নিতে ভুলিয়া বারেক প্রিয় নিও মোর নাম॥
একদা এমনি এক গোধূলি বেলা
যেতেছিলে মন্দির-পথে একেলা,
জানি না কাহার ভুল তোমার পূজার ফুল
আমি লইলাম -
সেই দেউলের পথ সেই ফুলের শপথ
প্রিয়, তুমি ভুলিলে হায় আমি ভুলিলাম॥
পথের দুঁধারে সেই কুসুম ফোটে
- হায় এরা
ভোলেনি,
বেঁধেছিলে তরু শাখে লতার যে ডোর হের আজো
খোলেনি।
একদা যে নীল নভে উঠেছিল চাঁদ
ছিল অসীম আকাশ ভরা অনন্ত সাধ,
আজি অশ্রু-বাদল সেথা ঝরে অবিরাম॥
-
রচনাকাল ও স্থান: গানট র রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার বৈশাখ-আষাঢ় ১৩৪১ (এপ্রিল-জুলাই১৯৩৪ খ্রিষ্টাব্দ) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
-
গানের মালা
- প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ২০। ইমন মিশ্র-কার্ফা]
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন
২০১২। গানের মালা ২০। ইমন মিশ্র-কার্ফা। পৃষ্ঠা ২০৪-২০৫]
- পত্রিকা:
- বুলবুল [বৈশাখ-আষাঢ় ১৩৪১ (এপ্রিল-জুলাই১৯৩৪ খ্রিষ্টাব্দ)]
-
ভারতবর্ষ। ফাল্গুন ১৩৪১। [ফাল্গুন ১৩৪১ (মার্চ-এপ্রিল ১৯৩৫)। জগৎঘটক-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত।] [নমুনা]
- রেকর্ড:
- এইচএমভি [মে ১৯৩৭ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৩)। মাদার কাস্ট নম্বর - ওএমসি
৩৮৮৭। শিল্পী: সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়। সুর নজরুল। রেকর্ডটি বাতিল হয়ে
যায়]
- এইচএমভি [মার্চ ১৯৩৮ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪)। এন ১৭০৫০। শিল্পী:
পদ্মরাণী চট্টোপাধ্যায়। সুর: কমল দাশগুপ্ত]
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- সুরকার:
- কাজী নজরুল ইসলাম [জগৎঘটক-কৃত স্বরলিপি।
ভারতবর্ষ। ফাল্গুন ১৩৪১]
- কমল দাশগুপ্ত। [এইচএমভি [মার্চ ১৯৩৮ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪)। এন ১৭০৫০]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- জগৎঘটক।
ভারতবর্ষ। ফাল্গুন ১৩৪১। [ফাল্গুন ১৩৪১ (মার্চ-এপ্রিল ১৯৩৫)
- নীলিমা দাস।
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি
২০০৯] ১৭ সংখ্যক গান। রেকর্ডে পদ্মরাণী চট্টোপাধ্যায়-র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি ও প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- রাগ: ইমন-মালবশ্রী-মিশ্র
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সা