নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
 বত্রিশতম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটির প্রথম প্রকাশকাল ছিল- ফাল্গুন, ১৪১৫ বঙ্গাব্দ/ ফেব্রুয়ারি ২০০৯ খ্রিষ্টাব্দ। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ২০০৪ খ্রিষ্টাব্দে তৎকালীন সরকার কর্তৃক গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভাপতি ছিলেন সোহরাব হোসেন। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন- সুধীন দাশ, ফেরদৌসী রহমান, আহসান মুর্শেদ, খালিদ হোসেন, শবনম মুশতারী এবং  নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি-বত্রিশ খণ্ডের সমুদয় গানের স্বরলিপি করেছেন নীলিমা দাস। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. আমায় নহে গো-ভালোবাস শুধু  [তথ্য] [নমুনা]
  2. এসো হে সজল শ্যাম-ঘন দেয়া [তথ্য] [নমুনা]
  3. ওরে ডেকে দে দে লো মহুয়া বনে [তথ্য] [নমুনা]
  4. ওরে ও-দরিয়ার মাঝি [তথ্য][নমুনা]
  5. ওরে নীল যমুনার জল [তথ্য] [নমুনা]
  6. কারো ভরসা করিসনে তুই [তথ্য] [নমুনা]
  7. চিকন কালো ভুরুর তলে [তথ্য] [নমুনা]
  8. জাতের নামে বজ্জাতি সব [তথ্য] [নমুনা]
  9. তুমি আশা পুরাও খোদা [তথ্য] [নমুনা]
  10. তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি [তথ্য] [নমুনা]
  11. ত্রিজগৎ আলো ক'রে আছে [তথ্য][নমুনা]
  12. পুবালি পবনে বাঁশি বাজে [তথ্য] [নমুনা]
  13. বঁধু আমি ছিনু বুঝি [তথ্য] [নমুনা]
  14. ভালোবাসায় বাঁধব বাসা [তথ্য] [নমুনা]
  15. ভীরু এ মনের কলি (কেন ফোটালে না) [তথ্য] [নমুনা]
  16. বল ভাই মাভৈঃ মাভৈঃ [তথ্য] [নমুনা]
  17. মমতাজ! মমতাজ! [তথ্য] [নমুনা]
  18. মা তোর কালো রূপের মাঝে [তথ্য] [নমুনা]
  19. মোর প্রিয়া হবে এসো রানী [তথ্য] [নমুনা]
  20. মোরা কুসুম হয়ে কাঁদি কুঞ্জবনে [তথ্য] [নমুনা]
  21. যবে তুলসীতলায় প্রিয় সন্ধ্যাবেলায় [তথ্য] [নমুনা]
  22. রাঙা মাটির পথে লো [তথ্য] [নমুনা]
  23. সখি সাপের মনি বুকে ক'রে [তথ্য] [নমুনা]
  24. সুদূর মক্কা মদিনার পথে [তথ্য] [নমুনা]
  25. সেদিন নিশীথে মোর কানে কানে [তথ্য] [নমুনা]