সেদিন নিশীথে মোর কানে কানে যে কথাটি গেছ বলে
প্রথম মুকুল হয়ে সেই বাণী মালতী লতায় দোলে॥
সে-কথাটি আবার শুনিবে বলিয়া
আড়ি পাতে চাঁদ মেঘে লুকাইয়া
চাহে চুপি চুপি পিয়াসি পাপিয়া ঘন পল্লব তলে॥
বসে আছি সেই মালতী বিতানে আজ তুমি নাই কাছে --
ম্লান মুখে পথ চাহে ফুলগুলি আঁধার বকুল গাছে।
দখিনা বাতাস করে হায় হায়
ঝরিছে কুসুম শুকনো পাতায়
নিবু নিবু হল তোমার আশায় চাঁদের প্রদীপ জ্বলে॥
 রেকর্ড:
		এইচএমভি [মার্চ ১৯৩৮ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪)। এন ১৭০৪৮। শিল্পী: 
			বীণাপাণি দেবী (মধুপুর)]
রেকর্ড:
		এইচএমভি [মার্চ ১৯৩৮ (ফাল্গুন-চৈত্র ১৩৪৪)। এন ১৭০৪৮। শিল্পী: 
			বীণাপাণি দেবী (মধুপুর)]