বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: মমতাজ মমতাজ তোমার তাজমহল
মমতাজ
মমতাজ তোমার তাজমহল
যেন
ফেরদৌসের এক মুঠো প্রেম,
বৃন্দাবনের এক মুঠো প্রেম, আজো করে ঝলমল॥
কত সম্রাট হ'ল ধূলি স্মৃতির গোরস্তানে
পৃথিবী ভুলিতে নারে প্রেমিক
শাহ্জাহানে,
শ্বেত মর্মরে সেই বিরহীর ক্রন্দন-মর্মর
গুঞ্জরে অবিরল॥
কেমনে জানিল শাজাহান ─
প্রেম পৃথিবীতে ম'রে যায়,
তাই পাষাণ প্রেমের স্মৃতি রেখে গেল পাষাণে লিখিয়া হায়!
যেন তাজের পাষাণ অঞ্জলি ল'য়ে নিঠুর বিধাতা পানে
অতৃপ্ত প্রেম বিরহী আত্মা আজো অভিযোগ
হানে!
বুঝি সেই লাজে বালুকায় মুখ লুকাইতে চায় শীর্ণা যমুনা
জল॥
-
পাণ্ডুলিপি নমুনা।
- রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪৮ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল-মে ১৯৪১) মাসে, সওগাত পত্রিকায় গানটি জগৎ ঘটক-কৃত স্বরলিপি-সহ প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল
ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। ৫৩২
সংখ্যক গান। পৃষ্ঠা ১৬৩]
-
পঞ্চাঙ্গনা নজরুল রচনাবলী অষ্টম খণ্ড [বাংলা একাডেমী। ১২ ভাদ্র ১৪১৫,
২৭ আগষ্ট ২০০৮। গান ২। পৃষ্ঠা: ২৪০
- পত্রিকা:
-
সওগাত।
বৈশাখ ১৩৪৮ বঙ্গাব্দ (এপ্রিল-মে ১৯৪১)।
- বেতার
জগৎ।
- ১২শ বর্ষ, ১২শ সংখ্যা। ১৬ জুন, ১৯৪১ খ্রিষ্টাব্দ (২ আষাঢ় ১৩৪৮)।
শিরোনাম: এবারের একটি গান। (২২শে জুন, রবিবার। সকল ৮-৪০ মিনিট)। গায়িকা ইলা
ঘোষ। পৃষ্ঠা: ৬৬৯-৬৭২
স্বরলিপিকার:
জগৎ ঘটক। সুর:
কাজী
নজরুল ইসলাম।
[নমুনা]
- ১২শ বর্ষ, ১৬শ সংখ্যা। ১৬ আগষ্ট ১৯৪১ [৩২ শ্রাবণ ১৩৪৮] অনুষ্ঠান
শিরোনাম:
পঞ্চাঙ্গনা। প্রথম অধিবেশন। রাত ৮টা থেকে
৮-৩৯ মিনিট। পৃষ্ঠা: ৯৬৮।
-
বেতার:
-
একক শিল্পীর অনুষ্ঠান। শিরোনাম "মোমতাজমহল"। শিল্পী: ইলা ঘোষ। কলকাতা বেতারকেন্দ্র। ২২
জুন ১৯৪১ খ্রিষ্টাব্দ (রবিবার, ৮ আষাঢ় ১৩৪৮)। প্রথম অধিবেশন। সকল
৮-৪০ মিনিট।
-
পঞ্চাঙ্গনা (গীতি-আলেখ্য)। কলকাতা বেতারকেন্দ্র। তৃতীয় অধিবেশন। ২৩ আগষ্ট ১৯৪১ খ্রিষ্টাব্দ
(শনিবার, ৭ ভাদ্র ১৩৪৮)। রাত ৮টা থেকে
৮-৩৯ মিনিট। শিল্পী: ইলা ঘোষ
- সূত্র:
- বেতার জগৎ ১২শ বর্ষ, ১৫শ সংখ্যা। ১ আগষ্ট ১৯৪১ খ্রিষ্টাব্দ (১৬ শ্রাবণ ১৩৪৮)।
পৃষ্ঠা: ৯০০
- The Indian-listener. 1941-
Vol-VI-1, page 67]
- রেকর্ড: সেপ্টেম্বর
১৯৪১ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৮)। এন
২৭১৮০। শিল্পী
ইলা ঘোষ। সুর: নজরুল ইসলাম]
- সুরকার:
কাজী
নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল:
- গ্রহস্বর:
- মগা [নীলিমা দাস-কৃত স্বরলিপি]
- গা [জগৎ ঘটক-কৃত
স্বরলিপি]