বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওরে ও দরিয়ার মাঝি!
তাল:
কাহার্বা
ওরে ও দরিয়ার মাঝি! মোরে নিয়ে যা রে মদিনা।
তুমি মুর্শিদ হয়ে পথ দেখাও ভাই আমি যে পথ চিনি না॥
আমার প্রিয় হজরত সেথায়
আছেন নাকি ঘুমিয়ে ভাই,
আমি প্রাণে যে আর বাঁচি না রে আমার হজরতের দরশ বিনা॥
নদী নাকি নাই ও দেশে, নাও না চলে যদি
-
আমি চোখের সাঁতার পানি দিয়ে বইয়ে দেব নদী।
ঐ মদিনার ধূলি মেখে
কাঁদবো
ইয়া মোহাম্মদ ডেকে ডেকে রে -
কেঁদেছিল কারবালাতে, (ওরে) যেমন বিবি সাকিনা॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪২) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- রেকর্ড: টুইন [জানুয়ারি ১৯৩৬
(পৌষ-মাঘ ১৩৪২)। এফটি ৪২১৬। শিল্পী:
আব্বাসউদ্দীন আহমদ]
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- সুরকার: শৈলেশ দত্তগুপ্ত
- স্বরলিপিকার ও স্বরলিপি: নীলিমা দাস।
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি
২০০৯] ২৫ সংখ্যক গান। রেকর্ড
আব্বাসউদ্দীন আহমদ-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: পর্সা