বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম :
	ভালোবাসায় বাঁধব বাসা
	
		
			        তাল: কাহার্বা
			
উভয়ে  :    ভালোবাসায় বাঁধব বাসা
               আমরা 
	দু'টি মানিক জোড়।
               থাকব 
	বাঁধা পাখায় পাখায়
               
	মাখামাখি প্রেম-বিভোর॥
পুরুষ   :    আমার বুকের যত মধু
স্ত্রী       :    আমার মুখে ঢালবে 
	বঁধু
পুরুষ   :    আমি     কাঁদব যখন 
	দুখে
স্ত্রী       :    আমি     
	মুছাব সে নয়ন-লোর॥
পুরুষ   :    আমি     যদি কভু 
	মনের ভুলে
                          
	তোমায় প্রিয় থাকি ভুলে
স্ত্রী       :    আমি     
	রইব তাতেই ফুলের মালায়
                          
	লুকিয়ে যেমন থাকে ডোর।
উভয়ে  :    মোরা     নীল গগনের নীল স্বপনে
                          
	চির-কালের চাঁদ-চকোর॥ 
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা 
	যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের মার্চ  (ফাল্গুন-চৈত্র ১৩৩৮) মাসে, টুইন রেকর্ড 
	কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩২ বৎসর ৯ 
	মাস।
 
- গ্রন্থ:
	
		- 
		বনগীতি
			- প্রথম সংস্করণ। 
 ১৯৩২ খ্রিষ্টাব্দের ১৩ অক্টোবর (রবিবার ২৭ আশ্বিন ১৩৩৯) 
 ডুয়েট গান। পৃষ্ঠা: ৬০]
			। 
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। পঞ্চম খণ্ড।
			বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। বনগীতি। ৪০ সংখ্যক গান।  ডুয়েট গান। পৃষ্ঠা ২০১-২০২]
 
 
- রেকর্ড: টুইন [মার্চ ১৯৩২ (ফাল্গুন-চৈত্র ১৩৩৮)]। এফটি ৮৬৮। শিল্পী: ধীরেন দাস ও হরিমতী। 
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: 
নীলিমা দাস। 
	[নজরুল 
	সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি 
		২০০৯] ১১ সংখ্যক গান। রেকর্ডে  ধীরেন দাস ও হরিমতী-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। 
	[নমুনা]
 
- পর্যায়:
	
		- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
		
		স্বকীয় বৈশিষ্ট্যের সুর