তেপান্তরের মাঠে বঁধু হে একা বসে থাকি।
তুমি যে পথ দিয়ে গেছ চলে তারি ধূলা মাখি' হে॥
যেমন পা ফেলেছ গিরিমাটির রাঙা পথের ধূলাতে,
অমনি করে আমার বুকে চরণ যদি বুলাতে,
আমি খানিক জ্বালা ভুলতাম ঐ মানিক বুকে রাখি' হে॥
আমার খাওয়া পরার নাই রুচি, আর ঘুম আসে না চোখে হে,
আমি আউরী হয়ে বেড়াই পথে, হাসে পাড়ার লোকে
দেখে হাসে পাড়ার লোকে।
আমি তাল পুকুরে যেতে নারি — একি তোমার মায়া হে,
আমি কালো জলে দেখি তোমার কালো রূপের ছায়া হে;
আমার কলঙ্কিনী নাম রটিয়ে তুমি দিলে ফাঁকি হে॥