বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বঁধু আমি ছিনু বুঝি
বৃন্দাবনের রাধিকার আঁখি-জলে
তাল: দাদ্রা
বঁধু আমি ছিনু বুঝি বৃন্দাবনের রাধিকার আঁখি-জলে।
বাদল সাঁঝের যুঁই ফুল হয়ে আসিয়াছি ধরা তলে॥
তাই যেমনি মিলন সাধ ওঠে জেগে
তুমি লুকাও হে চাঁদ বিরহের মেঘে,
আমি পুবালি পবনে ঝরে যাই বনে দলগুলি যেই খোলে॥
বঁধু এই বুঝি হায় নিয়তির লেখা মিলন আমার নহে
ক্ষণিকের শুভ-দৃষ্টি লভিয়া কাঁদিব পরম বিরহে।
বুঝি মিলন আমার নহে
আসিব না আমি মাধবী নিশীথে
বরষায় শুধু আসিব ঝুরিতে,
অসহায় ধারা-স্রোতে ভেসে যাব, মালা হব না কো গলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি। ১৯৪৪ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৫১)
মাসে, এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৫ বৎসর ৪ মাস।
- রেকর্ড:
এইচএমভি [অক্টোবর ১৯৪৪ (আশ্বিন-কার্তিক ১৩৫১)। রেকর্ড নম্বর ২৭৪৭১।
শিল্পী: কমল দাশগুপ্ত।
সুরকার:
কমল দাশগুপ্ত]
- সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- সুরকার: কমল দাশগুপ্ত
- স্বরলিপিকার ও স্বরলিপি:
নীলিমা দাস।
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা।
ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি
২০০৯] দশম গান। রেকর্ডে
যূথিকা রায়-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্যের সুর