ভারতবর্ষ
একটি সচিত্র মাসিক সাহিত্য পত্রিকা।
১৩২০ বঙ্গাব্দের আষাঢ় (জুন-জুলাই ১৯১৩ খ্রিষ্টাব্দ) মাসে
কলকাতা
থেকে এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়।
এই পত্রিকার ভাবনাটা এসেছিল কলকাতা ইভনিং ক্লাবের মুখপত্র প্রকাশের
উদ্যোগ থেকে। এই ক্লাবের
সম্পাদক প্রমথনাথ ভট্টাচার্য কবি
দ্বিজেন্দ্রলাল রায়কে ক্লাবের একটি মুখপত্র প্রকাশ করার প্রস্তাব দেন।
দ্বিজেন্দ্রলাল রায় এই প্রস্তাবানুসারে হরিদাস চট্টোপাধ্যায়কে এই জাতীয়
মুখপত্র প্রকাশের জন্য ব্যয়ের পরিমাণ নির্ধারণের দায়িত্ব দেন। হরিদাস চট্টোপাধ্যায়
একটি বিশাল পরিমাণের ব্যয়ের হিসেব উপস্থাপন করেন। এই ব্যয় নির্বাহ অসম্ভব বলে,
ক্লাবের সবাই হতাশ হয়ে পড়েন। পরে হরিদাস চট্টোপাধ্যায়
দ্বিজেন্দ্রলাল রায়কে বলেন, 'আপনি যদি স্বয়ং সম্পাদক হ'তে স্বীকার করেন
ত' আমি নিজ ব্যয়ে বাঙ্গালা দেশে প্রকাশিত আর-সমস্ত
মাসিক পত্রের চেয়ে বড়
ও আপনারই নামের যোগ্য একখানি উৎকৃষ্ট মাসিকপত্র বাহির করার ভার-গ্রহণে সম্পূর্ণ
রাজী আছি।'
দ্বিজেন্দ্রলাল রায় এই প্রস্তাবে রাজি হলে, 'ভারতবর্ষ' নামে একটি পত্রিকা
প্রকাশের উদ্যোগ নেওয়া হলো।
পত্রিকাটি ১৩২০
বঙ্গাব্দের [১৯১৩ খ্রিষ্টাব্দ] বৈশাখ মাসে
প্রকাশিত হওয়ার কথা থাকলেও, দ্বিজেন্দ্রলাল
রায়ের পেনশন মঞ্জুর হতে দেরি হওয়ায়, পত্রিকাটি
প্রথম প্রকাশিত হয় ১৩২০ বঙ্গাব্দের
আষাঢ় মাসে। যদিও এই পত্রিকার যুগ্ম সম্পাদক হিসেবে দ্বিজেন্দ্রেলাল রায় এবং
অমূল্যচরণ বিদ্যাভূষণ দায়িত্ব পালন করবেন বলে আলোচনা হয়েছিল। কিন্তু পত্রিকার প্রুফ
দেখতে দেখতে
দ্বিজেন্দ্রলাল অসুস্থ হয়ে পড়েন এবং পত্রিকা
প্রকাশের আগেই ৩রা জ্যৈষ্ঠ (মঙ্গলবার ১৭ জুলাই ১৯১৩) তিনি মৃত্যু বরণ করেন। এই
ঘটনার একমাস পরে আষাঢ় মাসে যখন পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়, তখন সম্পাদকের
দায়িত্ব নিয়েছিলেন
জলধর সেন ও
অমূল্যচরণ
বিদ্যাভূষণ।
উল্লেখ্য, দ্বিজেন্দ্রলালের সহপাঠী।
এই পত্রিকাটির প্রথম
সংখ্যায় উপরে মুদ্রিত হয়েছিল- ৺দ্বিজেন্দ্রলাল রায় প্রতিষ্ঠিত'।
ভারতবর্ষের সম্পাদকবৃন্দ
দ্বিতীয়
বর্ষ, প্রথম খণ্ড। আষাঢ়-অগ্রহায়ণ ১৩২১। জুন-ডিসেম্বর ১৯১৪। সম্পাদক:
জলধর সেন ও
উপেন্দ্রকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়।
দ্বিতীয়
বর্ষ, দ্বিতীয় খণ্ড। পৌষ ১৩২১-জ্যৈষ্ঠ ১৩২২। জানুয়ারি-জুন ১৯১৫।
সম্পাদক: জলধর সেন ও
উপেন্দ্রকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়।
তৃতীয়
বর্ষ, প্রথম খণ্ড। আষাঢ়-অগ্রহায়ণ ১৩২২। জুন-ডিসেম্বর ১৯১৫। সম্পাদক:
জলধর সেন ও
উপেন্দ্রকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়।
চতুর্থ
বর্ষ, প্রথম খণ্ড। আষাঢ়-অগ্রহায়ণ ১৩২৩। জুন-ডিসেম্বর ১৯১৫। সম্পাদক:
জলধর সেন
এরপর ষড়বিংশ বর্ষ, দ্বিতীয় খণ্ড পৌষ ১৩৪৫-জ্যৈষ্ঠ ১৩৪৬।
জানুয়ারি-জুন ১৯৩৯। সম্পাদক ছিলেন
জলধর সেন
।
১৩৪৫ বঙ্গাব্দের আষাঢ়-জ্যৈষ্ঠ সংখ্যায় (জুন ১৯৩৮-জুলাই ১৯৩৯) ভারতবর্ষের
সম্পাদক হিসেবে জলধর সেনের নাম পাওয়া যায়। ১৯৩৯ সালের ১৫ মার্চ
(বুধবার ১ চৈত্র ১৩৪৫) কলকাতায়
জলধর সেনের মৃত্যু হয়।
তাই পরের সংখ্যা সম্পাদনা করেন- ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও সুধাংশু
চট্টোপাধ্যায়।
সপ্তবিংষ
বর্ষ, প্রথম খণ্ড। আষাঢ়-অগ্রহায়ণ ১৩৪৬। জুন-ডিসেম্বর ১৯৩৯।
সম্পাদক: ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও সুধাংশু চট্টোপাধ্যায়।
১৩৫৮ বঙ্গাব্দ পর্যন্ত এই পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন
ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায়। ১৩৫৯ বঙ্গাব্দ
থেকে পত্রিকাটির সম্পাদনা করেন ফণীন্দ্রনাথ মুখোপাধ্যায় ও শৈলেনকুমার
চট্টোপাধ্যায়। ১৩৬৩ খ্রিষ্টাব্দ
থেকে পত্রিকাটির সম্পাদনা করেছিলেন
শৈলেনকুমার চট্টোপাধ্যায়।