বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বকুল বনের পাখি ডাকিয়া আর ভেঙো না ঘুম
রাগ: খাম্বাজ মিশ্র, তাল: কাহার্বা
বকুল বনের পাখি ডাকিয়া আর ভেঙো না ঘুম
বকুল বাগানে মম, ফুরায়েছে ফুলের মরশুম॥
ওগো, প্রিয় মোর দূর বিদেশে কারে আর ডাকিছ পাখি
খুলিয়া পড়িছে হাতের, মলিন মালতী রাখি।
নিভিয়া গিয়াছে প্রদীপ রেখে গেছে স্মৃতির ধূম॥
ষোড়শী বাসন্তিকার রঙ দেহে মোর হয়েছে ম্লান।
খেলার সাথী পরদেশে, কারে দিই এ প্রীতির কুম্কুম্॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)
মাসে, গানটি
গানের মালা
গ্রন্থের প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- গানের মালা।
- প্রথম সংস্করণ। আশ্বিন ১৩৪১ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪)।
গান সংখ্যা ১৭। খাম্বাজ মিশ্র-ঠুমরী
- নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা।
১৭। খাম্বাজ মিশ্র-ঠুমরী। পৃষ্ঠা ১৯৯-২০০]
- রেকর্ড:
এইচএমভি।
'বাসন্তিকা'
নাটিকা। ফেব্রুয়ারি ১৯৩৫ (মাঘ-ফাল্গুন ১৩৪১)। এন ৭৩৩৩। শিল্পী:
সরযুবালা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
সালাউদ্দিন আহ্মেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি, পঁচিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। ভাদ্র, ১৪১২/আগস্ট
২০০৫ খ্রিষ্টাব্দ] ২০ সংখ্যক গান। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সগা