বাসন্তিকা
নজরুলের রচিত একটি রেকর্ড নাটক। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪১) মাসে এইচএমভি রেকর্ড
কোম্পানি থেকে এই
রেকর্ডটি প্রকাশিত প্রকাশিত হয়েছিল। এই নাটকের গানগুলো ছিল।
- এইচএমভি। বাসন্তিকা নাটকের গান
- এন ৭৩৩২। শিল্পী: হরিমতী।
- এন ৭৩৩৩। শিল্পী: সরযুবালা
- বকুল বনের পাখী ডাকিয়া [তথ্য]
- কত জনম যাবে তোমার বিরহে [তথ্য]
- এন ৭৩৩৪।
- দোলা লাগিল দখিনার বনে বনে। [তথ্য] শিল্পী: ইন্দুবালা
- আমার গানের মালা আমি করব কারে দান
[তথ্য] শিল্পী: গোপাল সেন
[শ্রবণ
নমুনা]
- এন ৭৩৩৫।
- এলো এলো রে ঐ সুদূর বন্ধু এলো [তথ্য]। শিল্পী: বীণাপাণি
- জাগ বনের মেয়ে [শিল্পী: কমলদাশ গুপ্ত]। গানটি নজরুল সঙ্গীত সংগ্রহে
যুক্ত হয় নি।
- এন ৭৩৩৬।
- বন দেবী এস গহন বনছায়ে [তথ্য]। শিল্পী: ধীরেন দাস ও হরিমতি।
- অঞ্জলি লহো মোর [তথ্য]। শিল্পী: ইন্দুবালা
- এন ৭৩৩৮। মিনতি রাখো রাখো পথিক থাকো থাকো [তথ্য] শিল্পী: বীণাপাণি।
[শ্রবণ
নমুনা]
- এন ৭৩৩৯। শিল্পী: বিমলেন্দু সেন
- বল্লরী-ভুজ-বন্ধন খোলো
[তথ্য]
নাটকটি
প্রথম বাসন্তিকা নামে গ্রন্থভুক্ত হয়েছিল ১৯৮৯ খ্রিষ্টাব্দে আব্দুল আজিজ সম্পাদিত 'অপ্রকাশিত
নজরুল' গ্রন্থে। পরে তা বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী ও পশ্চিমবঙ্গের
বাংলা আকাদেমির 'কাজী নজরুল ইসলাম রচনা সমগ্র'তে অন্তরভুক্ত হয়েছিল।
[বাসন্তিকার মুদ্রিত পাঠ]
উল্লেখ্য এই নাটকের গানগুলো নিয়ে কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল বাসন্তীকুঞ্জ'
নামক সঙ্গীতানুষ্ঠান। বেতারকেন্দ্র থেকে এই অনুষ্ঠান প্রচারিত হয়েছিল- ১৯৪০
খ্রিষ্টাব্দের ২৭ এপ্রিল (শনিবার, ১৪ বৈশাখ ১৩৪৭), সন্ধ্যা ৭.১৫-৭.৪৪ মিনিট পর্যন্ত।
বেতার জগৎ। ১১শ বর্ষ, ৮ম সংখ্যার অনুষ্ঠান সূচীতে [পৃষ্ঠা: ৪৩৩] এই
সঙ্গীতানুষ্ঠান সম্পর্কে লেখা হয়েছিল-
কলকাতা কেন্দ্র। সান্ধ্য অনুষ্ঠান।
৭,১৫-৭.৪৪
বাসন্তীকুঞ্জ [সঙ্গীতানুষ্ঠান]
রচনা ও সংগঠনা: কাজি নজরুল ইসলাম
বর্ণনা: অনিল দাস
সঙ্গীতানুষঙ্গ: যন্ত্রীসংঘ
বিভিন্ন অংশে: শৈল দেবী, গীতা মিত্র ও বিমল মুখোপাধ্যায়
বেতার প্রচারিত এই সঙ্গীতানুষ্ঠান সম্পর্কে নজরুলে-সঙ্গীত গবেষক
আসাদুল হক তাঁর 'নজরুল যখন বেতার' গ্রন্থে [পৃষ্ঠা: ১৪৬] লিখেছেন-
' এইচএমভি কর্তৃক ররের্ড-কৃত 'বাসন্তিকা' নাটকের গানগুলোই এ সঙ্গীতানুষ্ঠানে
ব্যবহৃত হয়েছিল।' [রেকর্ড বুলেটিন: বাসন্তিকা ]
কিন্তু বাস্তবে দেখা যায়, বাসন্তীকুঞ্জে অতিরিক্ত আরো একটি গান ছিল। এই সূত্রে এই অনুষ্ঠানের যে গানগুলো পাওয়া যায়, তা হলো-
- অঞ্জলি লহো মোর [তথ্য]।
- আজি চৈতী হাওয়ার মাতন লাগে [তথ্য]
- আমার গানের মালা আমি করব কারে দান [তথ্য]
- এলো ঐ বনান্তে পাগল বসন্ত [তথ্য]
- এলো এলো রে ঐ সুদূর বন্ধু এলো [তথ্য]।
- কত জনম যাবে তোমার বিরহে [তথ্য]
- দোলা লাগিল দখিনার বনে বনে। [তথ্য]
- বকুল বনের পাখী ডাকিয়া [তথ্য]
- পরজনমে যদি আসি এ ধরায় [তথ্য]
- পিয়া পিয়া মোরে ভোল [তথ্য]
- 'বন দেবী এস গহন বনছায়ে
[তথ্য]'
- বল্লরী-ভুজ-বন্ধন খোলো [তথ্য]
- মিনতি রাখো রাখো পথিক থাকো থাকো [তথ্য]