বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বন-দেবী এসো গহন-বন-ছায়ে।

পুরুষ:     বন-দেবী এসো গহন-বন-ছায়ে।
স্ত্রী:         এসো বসন্তের রাজা নূপুর-মুখর পায়ে॥
পুরুষ:     তুমি কুসুম-ফাঁদ
স্ত্রী:         তুমি মাধবী চাঁদ,
উভয়ে:     আমরা আবেশ ফাল্গুনের ভাসিয়া চলি স্বপন-নায়ে॥
পুরুষ:      কল্প-লোকের তুমি রূপবাণী লো প্রিয়া,
              অপাঙ্গে ফোটাও যুঁই চম্পা টগর মোতিয়া।
স্ত্রী:         নিষ্ঠুর পরশ তব (হায়) যাচিয়া জাগে বনভূমি
             ফুলদল পড়ে ঝরি' তব চারু পদ চুমি',
উভয়ে:    সুন্দরের পথ সাজাই ঝরা-কুসুম-দল বিছায়ে॥