বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কত জনম যাবে তোমার বিরহে
কত জনম যাবে তোমার
বিরহে
স্মৃতির জ্বালা পরান দহে॥
শূন্য গেহ মোর শূন্য জীবনে,
একা থাকারি ব্যথা কত সহে (ওগো)
স্মৃতির জ্বালা পরান দহে॥
দিয়েছি যে জ্বালা জীবন ভরি’ হায়
গলি’ নয়ন-ধারায় সে ব্যথা বহে
স্মৃতির জ্বালা পরান দহে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
গীতি-শতদল
সঙ্গীত
সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল
১৯৩৪) মাসে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।
-
রেকর্ড: এইচএমভি।
'
বাসন্তিকা'
নাটিকা। ফেব্রুয়ারি ১৯৩৫ (মাঘ-ফাল্গুন ১৩৪১)। এন ৭৩৩৩। শিল্পী সরযূবালা।
-
বেতার:
বাসন্তীকুঞ্জ
[সঙ্গীতানুষ্ঠান] কলকাতা বেতার কেন্দ্র। [২৭শে এপ্রিল ১৯৪০ (শনিবার ১৪ বৈশাখ
১৩৪৭)] সান্ধ্য অনুষ্ঠান। ৭.১৫-৭.৪৪।
[সূত্র:
বেতার জগৎ। ১১শ বর্ষ, ৮ম সংখ্যা। [১৬ এপ্রিল ১৯৪০] পৃষ্ঠা: ৪৩৩
-
গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ২১৬]
-
গীতি-শতদল।
- প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। গান সংখ্যা ৪৪। ভৈরবী-দাদরা]।
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা
৪৪। ভৈরবী-দাদরা। পৃষ্ঠা
৩০৭-৩০৮]
- 'বাসন্তিকা'
নাটিকা।
- অপ্রকাশিত
নজরুল [১৯৮৯ খ্রিষ্টাব্দে আব্দুল আজিজ সম্পাদিত]।
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বাসন্তিকা (একাঙ্ক
নাটিকা)। দ্বিতীয় দৃশ্য। বাসন্তিকার গান। পৃষ্ঠা ৩৫৯]
[বাসন্তিকার মুদ্রিত পাঠ]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১১
জ্যৈষ্ঠ,
১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দ। সপ্তম গান। পৃষ্ঠা: ৫৫-৫৯]
[নমুনা]
- পর্যায়:
ঠুমরি
ভৈরবী
- তাল:
দাদরা- গ্রহস্বর:
সা