নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
সপ্তম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ১১ জ্যৈষ্ঠ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দে। দ্বিতীয় মুদ্রণ হয়, ফাল্গুন, ১৪০৩ বঙ্গাব্দ/ মার্চ, ১৯৯৭ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, ১৯৯২ সালে তৎকালীন সরকার কর্তৃক পুনর্গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভানেত্রী ছিলেন ফিরোজা বেগম। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন ফেরদৌসী রহমান, শেখ লুৎফর রহমান, বেদারউদ্দিন আহমদ, সোহরাব হোসেন, সুধীন দাশ এবং অধ্যাপক মনিরুজ্জামান ছিলেন নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি-সপ্তম খণ্ডের
সমুদয় গানের স্বরলিপি করেছেন সুধীন দাশ। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. অঞ্জলি লহ মোর সঙ্গীতে [তথ্য] [নমুনা]
  2. আজ শ্রাবণের লঘু মেঘের সাথে [তথ্য] [নমুনা]
  3. আমি সূর্যমুখী ফুলের মত [তথ্য] [নমুনা]
  4. আর্শিতে তোর নিজের রূপই  [তথ্য] [নমুনা]
  5. এ কোন্ মায়ায় ফেলিলে আমায় [তথ্য] [নমুনা]
  6. এ নহে বিলাস বন্ধু [তথ্য] [নমুনা]
  7. কত জনম যাবে তোমার বিরহে [তথ্য] [নমুনা]
  8. গগনে খেলায় সাপ বরষা বেদিনী [তথ্য] [নমুনা]
  9. চিরদিন কাহারও সমান নাহি যায় [তথ্য] [নমুনা]
  10. জানি জানি তুমি আসিবে ফিরে [তথ্য] [নমুনা]
  11. তুমি কেন এলে পথে [তথ্য] [নমুনা]
  12. নিশি-ভোরে অশান্ত ধারায় [তথ্য] [নমুনা]
  13. নূরের দরিয়ায় সিনান করিয়া  [তথ্য] [নমুনা]
  14. প্রিয় কোথায় তুমি কোন্ গহনে  [তথ্য] [নমুনা]
  15. ফিরে আয় ঘরে ফিরে [তথ্য]
  16. বঁধু তোমার আমার এই যে বিরহ [তথ্য] [নমুনা]
  17. বরষা ঋতু এল এল বিজয়ীর সাজে [তথ্য] [নমুনা]
  18. বিরহের অশ্রু-সায়রে বেদনার শতদল [তথ্য] [নমুনা]
  19. বেল ফুল এনে দাও, চাই না বকুল [তথ্য] [নমুনা]
  20. মনে রাখার দিন গিয়েছে [তথ্য] [নমুনা]
  21. যবে ভোরের কুন্দকলি মেলিবে আঁখি [তথ্য] [নমুনা]
  22. যাক না নিশি গানে গানে জাগরণে [তথ্য] [নমুনা]
  23. যাবার বেলায় ফেলে যেও [তথ্য] [নমুনা]
  24. যুগ যুগ ধরি' লোকে লোকে মোর [তথ্য] [নমুনা]
  25. শাওন আসিল ফিরে [তথ্য] [নমুনা]