বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
তাল:
কাহারবা
যবে ভোরের কুন্দ-কলি মেলিবে আঁখি
ঘুম ভাঙায়ে হাতে বাঁধিও রাখী॥
রাতের বিরহ যবে
প্রভাতে নিবিড় হবে
অকরুণ কলরবে গাহিবে পাখি॥
যেন
অরুণ দেখিতে গিয়া তরুণ কিশোর
তোমারে প্রথম হেরি'
ঘুম ভাঙে মোর।
কবরীর মঞ্জরি
আঙিনায় রবে ঝরি',
সেই ফুল পায়ে দলি'
এসো একাকী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
যায়
নি। ১৯৪০ খ্রিষ্টাব্দের মে মাসে (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭) টুইন রেকর্ড কোম্পানি থেকে
গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। গানটি প্রকাশিত হয়েছিল নজরুল ইসলামের
৪০ বৎসর
১১ মাস অতিক্রান্ত হওয়ার শেষের দিকে।
- রেকর্ড: টুইন।
মে ১৯৪০ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪৭) এফটি ১৩২৯৫। কুমারী গীতা বসু
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১১
জ্যৈষ্ঠ,
১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দ]
[নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম।
- পর্যায়:স্বকীয় বৈশিষ্ট্য
কাহারবা
- গ্রহস্বর:
সা