বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এ কোন্ মায়ায় ফেলিলে আমায়
    তাল: দাদ্‌রা
এ কোন্ মায়ায় ফেলিলে আমায়
চির জনমের স্বামী-
তোমার কারণে এ তিন ভুবনে
শান্তি না পাই আমি॥
অন্তরে যদি লুকাইতে চাই
অন্তর জ্ব'লে পুড়ে হয় ছাই;
এ আগুন আমি কেমনে লুকাই, ওগো অন্তর্যামী ॥
মুখ থাকিতেও বলিতে পারে না বোবা স্বপনের কথা;
বলিতেও নারি লুকাতেও নারি; তেমনি আমার ব্যথা।
যে দেখেছে প্রিয় বারেক তোমায়
বর্ণিতে রূপ-ভাষা নাহি পায়
পাগলিনী-প্রায় কাঁদিয়া বেড়ায় অসহায়, দিবাযামী॥