বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বেল ফুল এনে দাও চাই না বকুল
তাল: কাহার্বা
বেল ফুল এনে দাও চাই না বকুল
চাই না হেনা, আনো আমের মুকুল॥
গোলাপ বড় গরবী এনে দাও করবী
চাইতে যূথী আন টগর
─
কি ভূল॥
কি হবে কেয়া, দেয়া নাই গগনে;
আনো সন্ধ্যামালতী গোধূলি-লগনে।
গিরি-মল্লিকা কই' চামেলি পেয়েছে সই
চাঁপা এনে দাও, নয় বাঁধব না চুল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই মাসে (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩), এইচএমভি
রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৭ বৎসর ১ মাস।
-
রেকর্ড:
এইচএমভি। জুলাই ১৯৩৬ (আষাঢ়- শ্রাবণ ১৩৪৩)। এন ৯৭৩৮। এন ৯৭৩৯। শিল্পী: যুথিকা
রায়
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
সুধীন দাশ।
[নজরুল-সঙ্গীত
স্বরলিপি, সপ্তম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১১
জ্যৈষ্ঠ,
১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দ। ১৯ সংখ্যাক গান]
[নমুনা]
- সুরকার: নজরুল ইসলাম
- পর্যায়:
স্বকীয় বৈশিষ্ট্য
কাহারবা
- গ্রহস্বর:
মপা