বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: ফিরে আয়, ঘরে ফিরে আয়
	
		
			
    তাল: কাহার্বা
ফিরে আয়, ঘরে ফিরে আয়
পথহারা, ওরে ঘর-ছাড়া,
            ঘরে আয় ফিরে 
আয়॥
ফেলে যাওয়া তোর বাঁশরি, রে কানাই-
				কাঁদে লুটায়ে ধুলায়,
           
				ফিরে আয় ঘরে আয়॥
ব্রজে আয় ফিরে ওরে ও কিশোর
কাঁদে বৃন্দাবন কাঁদে রাধা তোর
বাঁধিব না আর ওরে ননী-চোর
				           
				অভিমানী ফিরে আয়॥-
			
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগস্ট  
(শ্রাবণ-ভাদ্র (১৩৪২) মাসে,  টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড 
	করা হয়। পরে রেকর্ডটি বাতিল হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ২ মাস।
	
 
- রেকর্ড:
	
		- 
		
		এইচএমভি [আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)। শিল্পী: কমলা দেবী। রেকর্ডি 
		পরে বাতিল হয়ে যায়] 
 
- 
		
		এইচএমভি [জুন ১৯৩৬  (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩)। এন ৯৭৩৬। শিল্পী: মৃণালকান্তি 
		ঘোষ। সুর: নজরুল ইসলাম] 
 
স্বরলিপি ও স্বরলিপিকার: 
	সুধীন দাশ। 
	[নজরুল-সঙ্গীত 
	স্বরলিপি, সপ্তম খণ্ড নজরুল ইন্সটিটিউট ১১ 
জ্যৈষ্ঠ, 
১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫শে মে, ১৯৯১ খ্রিষ্টাব্দ। ১৫ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭৯-৮৩]
	
	সুরকার: কাজী নজরুল ইসলাম।
 পর্যায়:ভক্তি (হিন্দুধর্ম। বৈষ্ণব)সুরাঙ্গ: 
			স্বকীয় বৈশিষ্ট্য
			কাহারবা 
				
			গ্রহস্বর:   
			সা