বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ফিরে আয়, ঘরে ফিরে আয়
ফিরে আয়, ঘরে ফিরে আয়
পথহারা, ওরে ঘর-ছাড়া,
ঘরে আয় ফিরে
আয়॥
ফেলে যাওয়া তোর বাঁশরি, রে কানাই-
কাঁদে লুটায়ে ধুলায়,
ফিরে আয় ঘরে আয়॥
ব্রজে আয় ফিরে ওরে ও কিশোর
কাঁদে বৃন্দাবন কাঁদে রাধা তোর
বাঁধিব না আর ওরে ননী-চোর
অভিমানী ফিরে আয়॥-
- গানটি সঙ্গীত সংগ্রহের নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি
২০১২] গ্রন্থের ২৫৬ সংখ্যক গান হিসেবে মুদ্রিত হয়েছে। মূলত এটি এই গ্রন্থে
অন্তর্ভুক্ত ১২৭১ সংখ্যক গানের সংক্ষিপ্ত রূপ।
ঘরে আয় ফিরে, ফিরে আয় পথহার [তথ্য]
তাই এখানে এই গানটির জন্য কোনো তথ্য যুক্ত করা হলো না।