বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে
                তাল:কাহার্‌বা
নিশি-ভোরে অশান্ত ধারায় ঝরঝর বারি ঝরে।
আকাশ-পারের বিরহীর বীণায় যেন সুর ঝুরে আকুল স্বরে॥
কাহার মদির নিঃশ্বাস আসে
বকুলের বনে ঝরা ফুল বাসে
কর হানি' দ্বারে যেন বারে বারে
'খোল দুয়ার' বলি' ডাকে ঘুমঘোরে॥
ডাকে কেয়া বনে ডাহুক কেকা
বিরহের ভার বহি কত আর একা
ম্লান হয়ে এলো চোখে কাজলের লেখা অশ্রু-লোরে॥