বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম:
আজ শ্রাবণের লঘু মেঘের সাথে

আজ      শ্রাবণের লঘু মেঘের সাথে মন চলে মোর ভেসে'
            রেবা নদীর বিজন তীরে মালবিকার দেশে॥ 
                    মন ভেসে যায় অলস হাওয়ায়
                    হালকা-পাখা মরালী-প্রায়
            বিরহিণী কাঁদে যথা একলা এলোকেশে॥ 

            কভু মেঘের পানে কভু নদীর পানে চেয়ে',
            লুকিয়ে যথা নয়ন মোছে গাঁয়ের কালো মেয়ে,
            একলা বঁধু বসে থাকে যথায় বাতায়নে।
                    বাদল দিনের শেষে॥