সঙ্গীত গীতাঞ্জলি
তৃতীয় খণ্ড

 নিতাই ঘটক-কৃত নজরুল সঙ্গীতের স্বরলিপি গ্রন্থ। এর প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৭৮ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৬ মে, ১৯৭১)। দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৩৮৪ খ্রিষ্টাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৫ মে ১৯৭৭)।

এই গ্রন্থের গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. আঁধারের এলোকেশ ছড়িয়ে এলে [তথ্য] [নমুনা]
  2. আজ শ্রাবণের লঘু মেঘের সাথে [তথ্য] [নমুনা]
  3. আজি রক্ত নিশি-ভোরে  [তথ্য] [নমুনা]
  4. আজ সকালে সূর্য ওঠা সফল হ'ল মম [তথ্য] [নমুনা]
  5. বরণ করে নিও না গো [তথ্য] [নমুনা]
  6. শুক-শারি সম তনু মনে [তথ্য] [নমুনা]