বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমি সন্ধ্যামালতী বনছায়া অঞ্চলে

আমি  সন্ধ্যামালতী বনছায়া অঞ্চলে
        লুকাইয়া রই ঘন পল্লব তলে॥
        বিহগের গীতি ভ্রমরের গুঞ্জন, নীরব হয় যখন

আমি  চাঁদেরে তখন পূজা করি আঁখি-জলে॥
আমি  লুকাইয়া কাঁদি বনের শকুন্তলা
        মনের কথা এ জনমে হ'ল না বলা।
        গভীর নিশীথে বন-ঝিল্লীর সুরে, ডাকি দূর বন্ধুরে

আমি  ঝ'রে পড়ি যবে প্রভাতে সবার হৃদয় মুকুল খোলে॥