নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত
নজরুল সঙ্গীত স্বরলিপি
ঊনচল্লিশতম খণ্ড

নজরুল ইন্সটিটিউট কর্তৃক প্রকাশিত নজরুল সঙ্গীতের এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন ২০১৬ খ্রিষ্টাব্দে। এই গ্রন্থটির অনুমোদন করেছিল, তৎকালীন সরকার কর্তৃক পুনর্গঠিত 'নজরুল-সঙ্গীত স্বরলিপি প্রমাণীকরণ পরিষদ'। উল্লেখ্য, এই পরিষদের সভাপতি ছিলেন সুধীন দাশ। পরিষদের অন্যান্য সদস্যরা ছিলেন ফেরদৌসী রহমান, এস. এম. আহসান মুর্শেদ, খালিদ হোসেন, সেলিনা হোসেন, ইদ্‌রিস আলী এবং নির্বাহী পরিচালক, নজরুল ইন্সটিটিউট (সদস্য-সচিব)।

নজরুল সঙ্গীত স্বরলিপি-ঊনচল্লিশতম খণ্ডের
সমুদয় গানের স্বরলিপি করেছেন প্রফেসর ড. রশিদুন্ নবী। গ্রন্থটিতে মোট ২৫টি গানের স্বরলিপি মুদ্রিত আছে। এই গানগুলোর বর্ণানুক্রমিক তালিকা নিচে দেওয়া হলো।
  1. অন্নপূর্ণা মা এসেছে অন্নহীনের ঘর [তথ্য] [নমুনা]
  2. আধখানা চাঁদ হাসিছে আকাশে [তথ্য] [নমুনা]
  3. আমায় যারা দেয় না ব্যথা [তথ্য] [নমুনা]
  4. আমার কালো মেয়ে রাগ করেছে [তথ্য] [নমুনা]
  5. আমার হৃদয় মন্দিরে ঘুমায় গিরিধারী [তথ্য] [নমুনা]
  6. আমি প্রভাতী তারা পূর্বাচলে [তথ্য] [নমুনা]
  7. আমি সন্ধ্যামালতী বনছায়া অঞ্চলে [তথ্য] [নমুনা]
  8. আয় রণজয়ী পাহাড়ী দল [তথ্য] [নমুনা]
  9. ওরে সর্বনাশী মেখে এলি [তথ্য] [নমুনা]
  10. কিশোরী, মিলন বাঁশরি [তথ্য] [নমুনা]
  11. ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে [তথ্য] [নমুনা]
  12. দুর্গম গিরি কান্তার মরু [তথ্য] [নমুনা]
  13. তব মুখখানি খুঁজিয়া ফিরি গো [তথ্য] [নমুনা ]
  14. তুমি সারাজীবন দঃখ দিলে [তথ্য]  [নমুনা]
  15. তোমার বাণীরে করিনি গ্রহণ [তথ্য]  [নমুনা]
  16. বর্ণচোরা ঠাকুর এল রসের নদীয়ায় [তথ্য] [নমুনা]
  17. বেণুকার বনে কাঁদে বাতাস বিধুর [তথ্য] [নমুনা]
  18. বেদনার সিন্ধু মন্থন শেষ [তথ্য] [নমুনা]
  19. ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি [তথ্য] [নমুনা]
  20. মোর দুখ নিশি কবে হবে ভোর [তথ্য] [নমুনা]
  21. রাখ রাখ রাঙা পায়, হে শ্যামরায়! [তথ্য] [নমুনা]
  22. রাস-মঞ্চে দোল্‌ দোল্ লাগে রে [তথ্য] [নমুনা]
  23. সন্ধ্যা-গোধূলি লগনে কে [তথ্য] [নমুনা]
  24. সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে  [তথ্য] [নমুনা]
  25. হোক প্রবুদ্ধ সঙ্ঘবদ্ধ মোদের মহাভারত [তথ্য] [নমুনা]