বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: রাস-মঞ্চে দোল-দোল লাগে রে, জাগে ঘূর্ণি-নৃত্যের দোল 
	
		
			
                
	তাল: কাহার্বা
রাস-মঞ্চে দোল-দোল লাগে রে, জাগে ঘূর্ণি-নৃত্যের দোল।
আজি রাস-নৃত্য নিরাশ চিত্ত জাগো রে,
চল যুগলে যুগলে বন-ভবনে-
আনো নিথর হেমন্ত হিম পবনে চঞ্চল হিল্লোল॥
শতরূপে প্রকাশ আজি শ্রী হরি,
শত দিকে শত সুরে বাজে বাঁশরি 
			-
সকল গোপিনী আজি রাই কিশোরী,-
যাবে তৃষ্ণা, পাবে কৃষ্ণের কোল॥
তরল তাল ছন্দ-দুলাল নন্দ-দুলাল নাচে রে,
অপরূপ রঙ্গে নৃত্য-বিভঙ্গে অঙ্গের পরশ যাচে রে;
মানস-গঙ্গা অধীর-তরঙ্গা প্রেমের-যমুনা হ'ল রে উতরোল॥
		
	
	- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের 
	২৩শে নভেম্বর কলকাতার নাট্যনিকেতন মঞ্চে  
		মনোরঞ্জন 
	ভট্টাচার্য-এর '
	চক্রব্যুহ' মঞ্চস্থ হয়। এই নাটকের জন্য নজরুল এই গানটি-সহ 
		আরও কয়েকটি গান রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৬ মাস।
 
- গ্রন্থ:
		- 
		চক্রব্যুহ (নাটক)। 
		মনোরঞ্জন ভট্টাচার্য। ভট্টাচার্য সন্স্ লিমিটেড। 
		দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। রাসনৃত্য পৃষ্ঠা: ৯১, ৯২।
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২৩১৯।  গান সংখ্যা ৬৭২। পৃষ্ঠা: ২০৪-২০৫]
		
- 
		নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। 
	গান সংখ্যা ১০৪। রাস (চক্রব্যূহ)। পৃষ্ঠা 
				১৩১।]
 
- মঞ্চ: 
	
		- চক্রব্যূহ (নাটক)। নাট্যকার মনোরঞ্জন 
			ভট্টাচার্য। [মঞ্চস্থ: নাট্যনিকেতন। ২৩ নভেম্বর ১৯৩৪ (শুক্রবার ৭ 
			নভেম্বর ১৩৪১)। সমবেত গান।]
 
- রেকর্ড: 
	
		- এইচএমভি।  [অক্টোবর ১৯৩৫ 
			(আশ্বিন-কার্তিক ১৩৪৫)। এন ৭৪১৮। শিল্পী: মিস হরিমতী]
 
 
- স্বরলিপি ও স্বরলিপিকার: ড. রশিদুন্ নবী।
	নজরুল -সংগীত স্বরলিপি (৩৯তম 
খণ্ড)। নজরুল 
ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ১১। পৃষ্ঠা: ৬০-৬২
	[নমুনা]
 
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল: 
কাহারবা
- গ্রহস্বর: রস