চক্রব্যুহ
নাট্যকার মনোরঞ্জন ভট্টাচার্য -এর রচিত একটি পৌরাণিক নাটক। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৩ নভেম্বর (শুক্রবার ৭ অগ্রহায়ণ ১৩৪১) সন্ধ্যা ৭টায় নাট্যনিকেতন মঞ্চে নাটকটি অভিনীত হয়। পরে নাটকটি ভট্টাচার্য সন্‌স্ থেকে নাটকটি পুস্তাকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটি উৎসর্গ করেছিলেন- তাঁর মামা দেবেন্দ্রনাথ ভট্টাচার্যকে।
     [দেখুন গ্রন্থটির প্রথম প্রকাশের অখ্যানপত্র: নমুনা]

এই নাটকের ৭টি গানের বাণীর সুর দিয়েছিলেন, কাজী নজরুল ইসলাম। উল্লিখিত গানগুলো হলো-
  1. জাগো ভূপতি শুভ্রজ্যোতি [তথ্য]
    প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। মাঙ্গলিক যাত্রগণের গান।
  2. কিশোরী মিলন বাঁশরি [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। অভিমন্যু, প্রতিবিন্ধ্য, সুতসোম প্রভৃতি, দ্রৌপদীর পঞ্চপুত্র, উত্তরা, বিরাটপূরকন্যা ও লক্ষণের নৃত্যগীত।
  3. রাসমঞ্চে দোল-দোল লাগে রে [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। রাসনৃত্য।
  4. নম নারায়ণ অনন্তলীলা নমো [তথ্য]
    দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। অনেকের গান
  5. শোনালো শ্রবণে শ্যাম শ্যাম নাম [তথ্য]
     দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্য। উত্তরা'র গান ।
  6. গাও দেহ মন শুক-শারি [তথ্য]
     দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। বিদূরের গান
  7. বিধুর তব অধর-কোণে [তথ্য]
    চতুর্থ অঙ্ক, প্রথম দৃশ্য। অভিমুন্যের গান।