বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কিশোরী, মিলন-বাঁশরি শোন বাজায়
নাটক: 'চক্রব্যূহ', তাল: দ্রুত-দাদ্রা
কিশোরী, মিলন-বাঁশরি
শোন বাজায় রহি' রহি' বনের বিরহী,
—
লাজ বিসরি' চল জল্কে।
তার বাঁশরি শুনি' কথার কুহু
ডেকে ওঠে কুহুকুহু — মুহুমুহু;
রস— যমুনা-নীর হ'ল অধীর, রহে না থির;
ও তার দু-কূল ছাপায়ে তরঙ্গদল ওঠে ছল্কে॥
কেন লো
চম্কে দাঁড়ালি থম্কে —
পেলি দেখতে কি তোর প্রিয়তম্কে!
পেয়ে তারি কি দেখা নাচিছে কেকা,
হ'ল উতলা মূগ কি দেখে চপল্কে॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের
২৩শে নভেম্বর কলকাতার নাট্যনিকেতন মঞ্চে
মনোরঞ্জন
ভট্টাচার্য-এর '
চক্রব্যুহ' মঞ্চস্থ হয়। এই নাটকের জন্য নজরুল এই গানটি-সহ
আরও কয়েকটি গান রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
-
চক্রব্যুহ (নাটক)।
মনোরঞ্জন
ভট্টাচার্য। ভট্টাচার্য সন্স্ লিমিটেড।
দ্বিতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। অভিমন্যু, প্রতিবিন্ধ্য, সুতসোম প্রভৃতি,
দ্রৌপদীর পঞ্চপুত্র, উত্তরা, বিরাটপূরকন্যা ও লক্ষণের নৃত্যগীত। পৃষ্ঠা:
৭৮।
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২৩১৯। গান সংখ্যা ৬৮০। নাটক: 'চক্রব্যূহ', তাল: দ্রুত-দাদ্রা। পৃষ্ঠা: ২০৭]
-
নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইন্সটিটিউট। আষাঢ়
১৪০৪/জুন ১৯৯৭। ১০৫। রাস (চক্রব্যূহ)। পৃষ্ঠা: ১৩২]
- মঞ্চ:
- চক্রব্যূহ (নাটক)। নাট্যকার মনোরঞ্জন
ভট্টাচার্য। [মঞ্চস্থ: নাট্যনিকেতন। ২৩ নভেম্বর ১৯৩৪ (শুক্রবার ৭
নভেম্বর ১৩৪১)। সমবেত নৃত্যগীতি।]
- রেকর্ড:
- এইচএমভি। [অক্টোবর ১৯৩৫
(আশ্বিন-কার্তিক ১৩৪৫)। এন ৭৪১৮। শিল্পী: মিস হরিমতী]
- রেকর্ড কোম্পানির সাথে চুক্তি। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২১ ডিসেম্বর (শনিবার
৫ পৌষ ১৩৪২)।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান [নৃত্যগীতি]
- তাল: দাদরা দ্রুত।
- গ্রহস্বর: স