বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বিধুর তব অধর-কোণে মধুর হাসির রেখা
বিধুর তব অধর-কোণে মধুর হাসির রেখা।
তারি লাগি' ভিখারি মন ফেরে একা একা॥
সজাগ হয়ে আছে শ্রবণ, থির হয়েছে অধীর পবন।
তুমি কথা কইবে কখন গাইবে কুহু কেকা॥
কখন তুমি চাইবে, প্রিয়া, সলাজ অনুরাগে।
তিমির-তীরে অরুণ ঊষা তারি আশায় জাগে।
কেমন ক'রে চাঁদ যে টানে
—
সিন্ধু জানে, জোয়ার জানে —
দেখিতে আসি, আসিনিকো দিতে তোমায় দেখা॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের
২৩শে নভেম্বর কলকাতার নাট্যনিকেতন মঞ্চে
মনোরঞ্জন
ভট্টাচার্য-এর '
চক্রব্যুহ' মঞ্চস্থ হয়। এই নাটকের জন্য নজরুল এই গানটি-সহ
আরও কয়েকটি গান রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
-
চক্রব্যুহ (নাটক)।
মনোরঞ্জন ভট্টাচার্য। ভট্টাচার্য সন্স্ লিমিটেড।
চতুর্থ অঙ্ক, প্রথম দৃশ্য। অভিমুন্যের গান। পৃষ্ঠা:
১৫৯।
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২৩১৯। গান সংখ্যা
৬৫৪। পৃষ্ঠা: ১৯৮]
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইন্সটিটিউট। আষাঢ়
১৪০৪/জুন ১৯৯৭। ১০৯ সংখ্যক।
for kartik (Twin)
। পৃষ্ঠা: ১৩৬]
মঞ্চ:
- চক্রব্যূহ (নাটক)। নাট্যকার মনোরঞ্জন
ভট্টাচার্য। [মঞ্চস্থ: নাট্যনিকেতন। ২৩ নভেম্বর ১৯৩৪ (শুক্রবার ৭
নভেম্বর ১৩৪১)। চরিত্র: অভিমন্যু। শিল্পী: নিহারবালা]
রেকর্ড: টুইন [ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৩)]। এফটি ৪৭১২। শিল্পী:
কার্তিক চন্দ্র দাস
এর জুড়ি গান: বিদায় বেলায় করুণ সুর [তথ্য]
স্বরলিপি ও স্বরলিপিকার:
-
আহসান মুর্শেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি,
তেত্রিশতম খণ্ড, (নজরুল ইন্সটিটিউট, আষাঢ় ১৪১৭। জুন
২০১০)। ১৭ সংখ্যক গান। রেকর্ডে
কার্তিক দাস-এর
গাওয়া সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। পৃষ্ঠা: ৫৯-৬১]
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: ২/২ মাত্রা ছন্দের তাল
- গ্রহস্বর: মা