বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে তব গৃহে জ্বলে বাতি
তাল. দাদ্রা
সন্ধ্যা ঘনালো আমার বিজন ঘরে তব গৃহে জ্বলে বাতি।
হাসিয়া ফুরায় তব উৎসব-নিশি (প্রিয়) পোহায় না মোর রাতি॥
আমার আয়ুর ঝরা ফুলগুলি ল'য়ে
দোলে তব গলে মিলনের মালা হ'য়ে,
তোমার ভবনে আলোর দীপালি জ্বলে আঁধার আমার সাথি॥
মোর মালঞ্চে ঘুমায়ে পড়েছে কুহু, নীরব হয়েছে গান,
—
তোমার কুঞ্জে গানের পাখিরা বুঝি তুলিয়াছে কলতান।
পৃথিবীর আলো মোর চোখে নিভে আসে,
বাজিছে বাঁশরি তোমার মিলন-রাসে;
ওপারের বাঁশি আমারে ডাকিবে কবে আছি তাই কান পাতি'॥
- পাঠভেদ:
- নজরুল সঙ্গীত সংগ্রহে [তৃতীয়
সংস্করণ, আষাঢ় ১৪২৫/জুন ২০১৮], গানটি ৩০৮৮ সংখ্যক গান হিসেবে সংকলিত হয়েছে।
গানটির পাদটীকায় আছে- 'অগ্রন্থিত নজরুল, সংকলন ও সম্পাদনা: ব্রহ্মমোহন
ঠাকুর, ডিএম লাইব্রেরি, কলকাতা ২০০৩'।
কিন্তু এটি 'অগ্রন্থিত...' গান নয়। গানটি প্রথম গ্রন্থভুক্ত হয়েছিল
বুলবুল দ্বিতীয় সংস্করণে [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ। (রবিবার, ২৫ মে ১৯৫২)]।
এই পাঠটি পাওয়া বাংলা একাডেমী থেকে প্রকাশিত নজরুল রচনাবলীর অষ্টম খণ্ডের
২৬৭-২৬৮ পৃষ্ঠা। গান সংখ্যা ২৯। নিচে এই পাঠটি তুলে ধরা হলো।
সন্ধ্যা নেমেছে আমার বিজন ঘরে,
তব গৃহে সবলে বাতি।
ফুরায় তোমার উৎসব নিশি সুখে,
পোহায় না মোর রাতি।
প্রিয়া পোহায় না মোর রাতি॥
আমার আশায় ঝরাফুল দিয়া
তোমার বাসর-শয্যা রচিছ প্রিয়া
তোমার ভবনে আলোর দীপালি ভ্বলে,_
আঁধার আমার সাথী।
প্রিয়া পোহায় না মোর বাতি॥
ঘুমায় পড়েছে আমার কাননে কুহূ
নীরব হয়েছে গান,
তোমার কুঞ্জে গানের পাখিরা বুঝি
তুলিয়াছে কলতান।
পৃথিবীর আলো মোর চোখে নিভে আসে,
বাজিছে বাঁশরি তোমার মিলন-রাসে,
ওপারের বাঁশি আমারে ডাকোবে কবে
আছি তাই কান পাতি।
প্রিয়া পোহায় না মোর রাতি।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে কিছু জানা যায় না। ১৯৪০
খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬)
মাসে, মেগাফোন
রেকর্ড কোম্পানি প্রথম গানটির একটি রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর
৯
মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৬৬৫। তাল:
দাদরা। পৃষ্ঠা ২০২]
- বুলবুল
দ্বিতীয় সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ। (রবিবার, ২৫ মে ১৯৫২)]।
- নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ। ষষ্ঠ খণ্ড (বাংলা একাডেমী, ১২
ভাদ্র, ১৪১৪। ২৭ আগস্ট, ২০০৭)] -এর ২৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৬৬-২৬৭।
রেকর্ড:
- মেগাফোন [মার্চ ১৯৪০ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬)। জেএনজি ৫৪৬৪। শিল্পী কুসুম গোস্বামী। সুরকার:
নজরুল ইসলাম]
- এইচএমভি [জানুয়ারি ১৯৪৩ (পৌষ-মার্চ ১৩৪৯)। এন ২৭৩৪৯। শিল্পী নিখিলচন্দ্র সেন। সুর
সুবল দাশগুপ্ত।]
সুরকার:
- কাজী নজরুল ইসলাম [মেগাফোন মার্চ ১৯৪০ (ফাল্গুন-চৈত্র ১৩৪৬)]। জেএনজি ৫৪৬৪। শিল্পী কুসুম গোস্বামী]
- সুবল দাশগুপ্ত [এইচএমভি [জানুয়ারি ১৯৪৩ (পৌষ-মার্চ ১৩৪৯)]। এন ২৭৩৪৯। শিল্পী নিখিলচন্দ্র সেন।
স্বরলিপি ও স্বরলিপিকার: ড. রশিদুন্ নবী।
নজরুল -সংগীত স্বরলিপি (৩৯তম
খণ্ড)। নজরুল
ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ৩। পৃষ্ঠা: ২৭-৩০
[নমুনা]
পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
দাদরা
- গ্রহস্বর: প