বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি'
রাগ: গৌড় সারং, তাল: দাদ্রা
ভুলিতে পারিনে তাই আসিয়াছি পথ ভুলি'।
ভোল মোর সে অপরাধ, আজি যে লগ্ন গোধূলি॥
এমনি রঙিন বেলায় খেলেছি তোমায় আমায়,
খুঁজিতে এসেছি তাই সেই পুরানো দিনগুলি॥
তুমি যে গেছ ভুলে-ছিল না আমার মনে,
তাই আসিয়াছি তব বেড়া-দেওয়া ফুলবনে।
গেঁথেছি কতই মালা এই বাগানের ফুল তুলি'
-
আজো সেথা গাহে গান আমার পোষা বুলবুলি॥
- ভাবসন্ধান: এটি একটি ব্যর্থ প্রেমের বেদনাবিধূর গান। গানের স্থায়ীতে
পাই কোনো এক ব্যর্থ প্রেমিক তার ব্যর্থ প্রেমের গ্লানি নিয়ে প্রেমিকার কাছে
দেখা করা জন্য এসেছে। তার এই অযাচিত আগমন প্রেমিকারা কাছে অবাঞ্ছিত হবে
জেনেই কৈফিয়তের সুরে বলছে- না-ভোলা ভুলের বোঝা নিয়ে সে এসেছে। তার এই অযাচিত
আগমনে নিজেকে অপরাধী মনে করে সে সঙ্কুচিত। জীবনের শেষ বেলায় প্রেমিকাকে
শেষবারের আকাঙ্ক্ষাই এই ভুল পথে আসার সাহস জুগিয়েছে। 'লগ্ন গোধূলি' এখানে
প্রেমিকের কৃত-অপরাধ মার্জনা করার একটি কৈফিয়ত হিসেবে ব্যবহৃত হয়েছে।
অন্তরাতে প্রেমিক তার প্রেমিকাকে তাদের অতীতের প্রেম-মধুর সময়ের কথা স্মরণ করিয়ে
দিতে চেয়েছে কিছু স্মৃতিচারণার মধ্য দিয়ে। এর ভিতর দিয়ে প্রেমিক যেন জীবনের
গোধূলি লগ্নে এসে পুরানো দিনকে খুঁজে পেতে চেয়েছে।
সঞ্চারিতে প্রেমিক আক্ষেপে ফুটে উঠেছে- তাদের পরস্পরকে ভুলে থাকার গ্লানি। দিনে
দিনে তাদের প্রেম-পুষ্পকানন হয়ে পড়েছে অবরুদ্ধ। অথচ এক সময় এই নিষিদ্ধ
প্রেমকুঞ্জে কত প্রেমের মালা গেঁথেছে তারা। হয়তো সে পুষ্পবনে এখনো প্রেমের
বুলবুল প্রেম-সঙ্গীত। এরই ভিতর দিয়ে সমাপ্তি হয়েছে ব্যর্থ প্রেমের শোকগাঁথা।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ বঙ্গাব্দের আষাঢ় মাসে
প্রকাশিত 'সুর-সাকী' গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ। ১৯৩২ খ্রিষ্টাব্দের ৭ জুলাই (বৃহস্পতিবার ২৩ আষাঢ় ১৩৩৯)
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড। বাংলা
একাডেমী, ঢাকা। [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
সুর-সাকী। ২৭। গৌরসারং-দাদরা। পৃষ্ঠা: ২৩৮]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। রাগ: গৌড় সারং, তাল: দাদরা। গান সংখ্যা ৬৮১। পৃষ্ঠা: ২০৭]
- রেকর্ড: টুইন।
নভেম্বর ১৯৩২ (১৫ কার্তিক-১৫ অগ্রহায়ণ) এফটি ২২৮৮। শিল্পী আব্বাস উদ্দীন আহমদ।
[শ্রবণ নমুনা]
- সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
- স্বরলিপি ও স্বরলিপিকার: রশিদুন্ নবী [নজরুল-সংগীত স্বরলিপি, ঊনচল্লিশতম খণ্ড
(৩৯)। নজরুল ইন্সটিটিউট, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্য ২২। পৃষ্ঠা:
৯৬-৯৮। [নমুনা]
- সুরকার: কাজী নজরুল ইসলাম
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা