বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: সন্ধ্যা-গোধূলি লগনে কে
	 
	
		সন্ধ্যা-গোধূলি লগনে কে
রাঙিয়া উঠিলে কারে দেখে॥
		হাতের আলতা পড়ে গেল পায়ে
অস্ত-দিগন্ত বনান্ত রাঙায়ে,
আঁখিতে লজ্জা, অধরে হাসি 
		-
কেন অঞ্চলে মালা ফেলিলে ঢেকে
		॥
		চিরুনি বিনোদ বিনুনিতে বাঁধে
দেখিলে সে কোন সুন্দর চাঁদে,
হৃদয়ে ভীরু প্রদীপ শিখা
কাঁপে আনন্দে থেকে থেকে॥
	
	- রচনাকাল ও স্থান:  
		গানটির 
		রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
	১৯৪৪ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৯) মাসে, কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে এই 	গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪৪ বৎসর ৯ মাস।
	
 
 
- গ্রন্থ:
	
		- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান 
		৬৭৪। তাল: দাদ্রা। পৃষ্ঠা ২১২] 
- 
		সন্ধ্যা মালতী 
			দ্বিতীয় খণ্ড। নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক 
					১৪১৯, নভেম্বর ২০১২। 
					১১। 
		পৃষ্ঠা 
					১৩২]
 
 
- রেকর্ড: 
	কলাম্বিয়া 
	 [মার্চ ১৯৪৪ (ফাল্গুন-চৈত্র ১৩৫০)। জিই ২৬৫৩। শিল্পী 
			সত্যেন ঘোষাল।