সামন্ত কল্যাণ
কল্যাণ ঠাটের
একটি রাগ বিশেষ। এই রাগের দুটি রূপ পাওয়া যায়। রূপ দুটি হলো-
প্রথম রূপ:
আরোহণ:
স র গ হ্মপ, ধ ন র্স।
অবরোহণ : র্স ন ধ
প,হ্ম রগ হ্মগ র স
ঠাট:
কল্যাণ
জাতি : সম্পূর্ণ।
বাদীস্বর : গান্ধার
সমবাদী স্বর: ধৈবত
অঙ্গ : পূর্বাঙ্গ
প্রধান।
সময় : রাত্রি প্রথম প্রহর।
দ্বিতীয় রূপ:
আরোহণ:
স র গ প, ধ র্স।
অবরোহণ : র্স ন ধ
প,হ্ম গ র স
ঠাট:
কল্যাণ
জাতি : ঔড়ব
(ম ন বর্জিত)-সম্পূর্ণ
বাদীস্বর : গান্ধার
সমবাদী স্বর: ধৈবত
অঙ্গ : পূর্বাঙ্গ
প্রধান।
সময় : রাত্রি প্রথম প্রহর।
তথ্যসূত্র:
- রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগ্রেসিভ পাবলিশার্স। ফেব্রুয়ারি
২০০৭। পৃষ্ঠা: ২, ১৮