বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে আমার গানের বুলবুলি
ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে আমার গানের বুলবুলি -
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি॥
ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে
নীরব হ'ল কোন নিষাদের বাণ খেয়ে;
বনের কোলে বিলাপ করে সন্ধ্যা-রানী চুল খুলি'॥
কাল হ'তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জুরি,
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্ মর্মরি'।
গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় -
কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড়
আলেয়ার এ আলোতে আসবে না কেউ কূল ভুলি'॥