বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে আমার গানের বুলবুলি
ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে আমার গানের বুলবুলি
-
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি॥
ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে
নীরব হ'ল কোন নিষাদের বাণ খেয়ে;
বনের কোলে বিলাপ করে সন্ধ্যা-রানী চুল খুলি'॥
কাল হ'তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জুরি,
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্ মর্মরি'।
গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড়
-
কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড়
আলেয়ার এ আলোতে আসবে না কেউ কূল ভুলি'॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার মাঘ
১৩৪৪ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৬৭৩। পৃষ্ঠা:
২০৫]
- সন্ধ্যামালতী (প্রথম প্রকাশ: শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭০)। মিত্র ও
ঘোষ, কলিকাতা। শেষ গান। পৃষ্ঠা: ১০৮।
- পত্রিকা:
- বুলবুল
[মাঘ ১৩৪৪ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮)]
-
সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা।
[মাঘ ১৩৪৬ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৪০)।
মিশ্র ভীমপলশ্রী-দাদরা। কথা: কাজী নজরুল ইসলাম। সুর শ্রীশৈলেশ দত্তগুপ্ত।
স্বরলিপি: কুমারী অনিমা চক্রবর্তী। পৃষ্ঠা: ৫০৬-৫০৯]
[নমুনা]
- রেকর্ড:
এইচএমভি
[ডিসেম্বর ১৯৩৯ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৬)। এন ১৭৪০২। শিল্পী:
সন্তোষ সেনগুপ্ত। সুর: শৈলেশ দত্তগুপ্ত ]
এর জুড়ি গান: তুমি আমার সকাল বেলার সুর [তথ্য]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: শোক গাঁথা
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল: দাদরা।
- গ্রহস্বর: মপা