বিষয়: নজরুলসঙ্গীত।
শিরোনাম: আয় রণজয়ী পাহাড়ি দল
নাটিকা : 'সুরথ উদ্ধার'
আয় রণজয়ী পাহাড়ি দল
শক্তি-মাতাল বুনো পাগল
থৈ থৈ তা তা থৈ থৈ
নেচে আয় রে দৃপ্ত পায়।
গিরি দরি বন ভাসায় যেমন পার্বতীয়া ঝর্নাজল!
আর তীর ধনু বর্শা হান্ বাজা রে শিঙ্গা বাজা মাদল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ৩৪৩)
মাসে,
এইচএমভি
রেকর্ড কোম্পানি
মন্মথ রায়ের রচিত 'সুরথ উদ্ধার' নাটক প্রকাশ করে। এই নাটকে গানটি ব্যবহৃত
হয়েছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২৮৮। পৃষ্ঠা:
৬৮৬]
- 'সুরথ উদ্ধার' পালার গান। ৫ (পাহাড়ি নর-নারীগণের গান)। [নজরুল রচনাবলী জন্মশতবর্ষ
সংস্করণ, অষ্টম খণ্ড। বাংলা একাডেমি, ঢাকা। দ্বিতীয় মুদ্রণ, ফাল্গুন ১৪২৪/ফেব্রুয়ারি
২০১৮। পৃষ্ঠা: ২৯৮]
- নজরুল -সংগীত স্বরলিপি (৩৯তম খণ্ড)। নজরুল
ইন্সটিটিউট। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩/জুন ২০১৬। গান সংখ্যা ১৯। পৃষ্ঠা: ৯০-৯১
[নমুনা]
- পত্রিকা: নজরুল
ইন্সটিটিউট পত্রিকা। দ্বিতীয় সংকলন, অগ্রহায়ণ ১৩৯২। 'সুরথ-উদ্ধার' নাটকের গান। আব্দুস সাত্তার।
'সুরথ-উদ্ধার' পালার গান, ৫ (পাহাড়ি নর-নারীগণের গান)। পৃষ্ঠা: ১১৪
- রেকর্ড:
এইচএমভি [নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)। সুরথ উদ্ধার।
মন্মথ রায় রচিত নাটক। পাহাড়ি নর-নারীর গান। এন ৯৮১১।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: উদ্দীপনা মূলক [নাটকের গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল: দাদরা।
- গ্রহস্বর: পধ