- সুরথ উদ্ধার
নাট্যকার
মন্মথ রায় রচিত একটি নাটক।
১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩) মাসে, রেকর্ডে মন্মথ রায়ের রচিত 'সুরথ উদ্ধার' নাটক প্রকাশিত হয়েছিল।
প্রযোজনা করেছিলেন অহীন্দ্র চৌধুরী। 'হিজ
মাস্টার্স ভয়েস'-এর প্রচার পুস্তিকায় উল্লেখ ছিল- 'মন্মথ
রায়ের নাট্য রচনা ও বিদ্রোহী-কবি নজরুল ইস্লামের গীত-রচনা।
নাটকের বিভিন্ন ভূমিকায় ছিলেন- অহীন্দ্র চৌধুরী, রতীন্দ্র বন্দ্যোপাধ্যায়,
রবি রায়, ভূপেন রায়, জহরগাঙ্গুলী, শ্রীমতী সরযূ বালা, চারুবালা, নিভাননী,
হরিমতী এবং আরও অনেকে।
এই নাটকের গানের বাণী মুদ্রিত হয়েছিল।
এর নাম দেওয়া হয়েছিল পালা-রেকর্ড। রেকর্ডের বিবরণ হিসেবে
উল্লেখ ছিল ৮ খানি '১০ ইঞ্চি দুধারী'। এই
পুস্তিকা অনুসারে গান পাওয়া যায় ৮টি। এই গানগুলো হলো-
- আজ শরতে আনন্দ ধরে না ধরণীতে-১। এন ৯৮০৭। পুরবাসীগণের গান।
[[তথ্য]
- হেথা নাহি কল্যাণ-২। এন ৯৮০৮ রাজলক্ষ্মীর গান।
[তথ্য]
- বাসনার সরসীতে ফুটিয়াছে ফুল-৩। এন ৯৮০৯। নর্তকীগণের গান]
[তথ্য]
- অন্নপূর্ণা মা এসেছে -৪। এন ৯৮১০। সমবেত কণ্ঠের গান।
[তথ্য]
- আয় রণজয়ী পাহাড়ী দল-৫। এন ৯৮১১। পাহাড়ি নর-নারীগণের গান।
[তথ্য]
- তোরা মা বলে ডাক -৬। এন ৯৮১২। ভৈরবের গান।
[তথ্য]
- পুণ্য মোদের মায়ের আসন-৭। এন ৯৮১৩।
প্রজাগণের গান [তথ্য]
- এসেছে রে অধর্মের আজ-৮। এন ৯৮১৪। সমবেত কণ্ঠের গান।
[তথ্য]
এছাড়া ব্রহ্মমোহন ঠাকুরের 'নজরুল সঙ্গীত' নির্দেশিকা গ্রন্থে-
সুরথ-উদ্ধারের আরও দুটি গান পাওয়া যায়। এই গান দুটি হলো-
- হোক প্রবুদ্ধ সঙ্ঘবদ্ধ। এন ৯৮১২। মুনি বালকগণের গীত
[
[তথ্য]
- মাগো মহিষাসুর সংহারিণী এন ৯৮১৪। মল্লিকার গান।
[তথ্য]।