বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: পুণ্য মোদের মায়ের আসন 
	
		নাটিকা : ‘সুরথ উদ্ধার’
								পুণ্য মোদের মায়ের আসন কলঙ্কিত করল কে
								কোন্ সে দুরাচার?
								মায়ের কোটি সন্তান আজ করবে বিচার তার॥
								কোন অশুচি দানব এসে – 
								স্বর্গে বসে জয়ীর বেশে
								বজ্র হানি বক্ষে তাহার ভাঙব অহঙ্কার॥
	
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে (কার্তিক-অগ্রহায়ণ ৩৪৩)
		এইচএমভি 
রেকর্ড কোম্পানি 
		মন্মথ রায়ের রচিত 'সুরথ উদ্ধার' নাটক প্রকাশ করে। এই নাটকে গানটি ব্যবহৃত 
		হয়েছিল। এই সময় নজরুলের 
বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।
 
- গ্রন্থ: 
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৯৯৪। পৃষ্ঠা: 
	৫৯৯]
- সুরথ-উদ্ধার পালার গান। ৭ (প্রজাগণের গান)। [নজরুল রচনাবলী জন্মশতবর্ষ 
সংস্করণ, অষ্টম খণ্ড। বাংলা একাডেমি, ঢাকা। দ্বিতীয় মুদ্রণ, ফাল্গুন ১৪২৪/ফেব্রুয়ারি 
২০১৮। পৃষ্ঠা: ২৯৯]
 
- পত্রিকা: নজরুল 
	ইন্সটিটিউট পত্রিকা। দ্বিতীয় সংকলন, অগ্রহায়ণ ১৩৯২। 'সুরথ-উদ্ধার'  
নাটকের গান। আব্দুস সাত্তার। 'সুরথ-উদ্ধার'  পালার গান  ৭ (প্রজাগণের গান)। পৃষ্ঠা: 
১১৪-১১৫।
 
- রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)। সুরথ উদ্ধার। 
			মন্মথ রায় রচিত নাটক। প্রজাগণের গান। এন ৯৮১৩।